ভয়েস অব পটিয়াঃ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার শ্রীমতি খাল ও চন্দনাইশের শঙ্খ নদীর তীরবর্তী এলাকায় শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে
পটিয়া ও চন্দনাইশে শীতকালীন সবজির বাম্পার ফলন |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া উপজেলার শ্রীমতি খাল ও চন্দনাইশের শঙ্খ নদীর তীরবর্তী এলাকায় শীতকালীন সবজির
বাম্পার ফলন হয়েছে। সবজি উৎপাদন ভালো হওয়ায় কৃষকরাও দারুণ খুশি। এ বছর শীত
মৌসুমের শুরুতে শীতকালীন সবজি আগাম বাজারে আসায় ভালো দাম পাচ্ছে কৃষকরা।
পটিয়া ও চন্দনাইশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পটিয়া উপজেলায় ২২ টি ইউনিয়নে শীতকালীন সবজি আবাদ হয়েছে তার মধ্যে ফুলকপি ১২০ হেক্টর ,বাধাকপি ৬০, বেগুন ৮০ হেক্টর ,বরবটি ৫ হেক্টর, মিষ্টি কুমড়া ৬৫ হেক্টর , বাটি শাক ৪ হেক্টর ,লাল শাক ৬ হেক্টর ,পুঁই শাক ১৬ হেক্টর , পালংশাক ৬ হেক্টর, লাউ ৩০ হেক্টর, টমেটো ৬০ হেক্টর,হলুদ ৪০হেক্টর,আদা ১২ হেক্টর,বাঙ্গি ৫ হেক্টর,তরমুজ ৫ হেক্টর,মুগ ডাল ১২ হেক্টর,মরিচ ২০০ হেক্টর,সরিষা ১২ হেক্টর, মিষ্ট আলু ১৫ হেক্টর,আলু ১৯০ হেক্টর. পেঁপে ১০ হেক্টর ।
তবে পটিয়া উপজেলার খরনা ,কচুয়াই ও ইউনিয়নের শ্রীমতি খালকে ঘিরে উপজেলার কৃষক শীতকালীন সবজির ব্যাপক চাষাবাদ করছে। সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় উপজেলার কেলিশহর ইউনিয়নের । ওই ইউনিয়নের বহু কৃষক শীতকালীন সবজি চাষাবাদ করে স্বাবলম্বী হয়েছে। এর মধ্যে চন্দনাইশ উপজেলায় শীতকালীন সবজি আবাদ হয়েছে ফুলকপি ১৬০ হেক্টর ,বাধাকপি ১২০, বেগুন ১২৫ হেক্টর ,বরবটি ৮ ৫ হেক্টর, মিষ্টি কুমড়া ১০০ হেক্টর , বাটি শাক ৩০০ হেক্টর ,লাল শাক ৭০ হেক্টর ,পুঁই শাক ৩০ হেক্টর , পালংশাক ৭০ হেক্টর, লাউ ৫০ হেক্টর,মুলা ২৪৫হেক্টর, টমেটো ২২০ হেক্টর,হলুদ ৩০হেক্টর,আদা ৩০ হেক্টর,বাঙ্গি ৫ হেক্টর,তরমুজ ৫ হেক্টর,মুগ ডাল ৫০ হেক্টর,মরিচ ৩১০ হেক্টর,সরিষা ২৫ হেক্টর, মিষ্ট আলু ৩০০ হেক্টর,আলু ৫০০ হেক্টর. পেঁপে ১৫ হেক্টর,তবে শঙ্খ তীরবর্তী দোহাজারী লালুটিয়া, দিয়াকুল, ধোপাছড়ি, বৈলতলী, জাফরাবাদ, বরমা ব্যাপক হারে সবজির বাম্পার ফলন হয়েছে।
আরো জানা যায়, প্রতিদিন সকালে পটিয়া উপজেলার কেলিশহর রমেশ বাবুর হাট ও দোহাজারী রেলস্টেশনসংলগ্ন কাঁচা বাজারে শীতের কুয়াশা ভেদ করে ক্রেতা-বিক্রেতাদের মুখরতায় জমজমাট হয়ে উঠে শীতকালীন সবজির পাইকারী বাজার দোহাজারী রেলওয়ে মাঠ। সকাল গড়তেই শঙ্খের বুক জুড়ে নৌকা-সাম্পানে শাক-সবজি বহন করে আসতে থাকে শত শত চাষি।
পটিয়া ও চন্দনাইশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, পটিয়া উপজেলায় ২২ টি ইউনিয়নে শীতকালীন সবজি আবাদ হয়েছে তার মধ্যে ফুলকপি ১২০ হেক্টর ,বাধাকপি ৬০, বেগুন ৮০ হেক্টর ,বরবটি ৫ হেক্টর, মিষ্টি কুমড়া ৬৫ হেক্টর , বাটি শাক ৪ হেক্টর ,লাল শাক ৬ হেক্টর ,পুঁই শাক ১৬ হেক্টর , পালংশাক ৬ হেক্টর, লাউ ৩০ হেক্টর, টমেটো ৬০ হেক্টর,হলুদ ৪০হেক্টর,আদা ১২ হেক্টর,বাঙ্গি ৫ হেক্টর,তরমুজ ৫ হেক্টর,মুগ ডাল ১২ হেক্টর,মরিচ ২০০ হেক্টর,সরিষা ১২ হেক্টর, মিষ্ট আলু ১৫ হেক্টর,আলু ১৯০ হেক্টর. পেঁপে ১০ হেক্টর ।
তবে পটিয়া উপজেলার খরনা ,কচুয়াই ও ইউনিয়নের শ্রীমতি খালকে ঘিরে উপজেলার কৃষক শীতকালীন সবজির ব্যাপক চাষাবাদ করছে। সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় উপজেলার কেলিশহর ইউনিয়নের । ওই ইউনিয়নের বহু কৃষক শীতকালীন সবজি চাষাবাদ করে স্বাবলম্বী হয়েছে। এর মধ্যে চন্দনাইশ উপজেলায় শীতকালীন সবজি আবাদ হয়েছে ফুলকপি ১৬০ হেক্টর ,বাধাকপি ১২০, বেগুন ১২৫ হেক্টর ,বরবটি ৮ ৫ হেক্টর, মিষ্টি কুমড়া ১০০ হেক্টর , বাটি শাক ৩০০ হেক্টর ,লাল শাক ৭০ হেক্টর ,পুঁই শাক ৩০ হেক্টর , পালংশাক ৭০ হেক্টর, লাউ ৫০ হেক্টর,মুলা ২৪৫হেক্টর, টমেটো ২২০ হেক্টর,হলুদ ৩০হেক্টর,আদা ৩০ হেক্টর,বাঙ্গি ৫ হেক্টর,তরমুজ ৫ হেক্টর,মুগ ডাল ৫০ হেক্টর,মরিচ ৩১০ হেক্টর,সরিষা ২৫ হেক্টর, মিষ্ট আলু ৩০০ হেক্টর,আলু ৫০০ হেক্টর. পেঁপে ১৫ হেক্টর,তবে শঙ্খ তীরবর্তী দোহাজারী লালুটিয়া, দিয়াকুল, ধোপাছড়ি, বৈলতলী, জাফরাবাদ, বরমা ব্যাপক হারে সবজির বাম্পার ফলন হয়েছে।
আরো জানা যায়, প্রতিদিন সকালে পটিয়া উপজেলার কেলিশহর রমেশ বাবুর হাট ও দোহাজারী রেলস্টেশনসংলগ্ন কাঁচা বাজারে শীতের কুয়াশা ভেদ করে ক্রেতা-বিক্রেতাদের মুখরতায় জমজমাট হয়ে উঠে শীতকালীন সবজির পাইকারী বাজার দোহাজারী রেলওয়ে মাঠ। সকাল গড়তেই শঙ্খের বুক জুড়ে নৌকা-সাম্পানে শাক-সবজি বহন করে আসতে থাকে শত শত চাষি।
পটিয়া ও চন্দনাশ উপজেলার একাদিক পাইকারী সবজি ব্যবসায়ী বলেন,পটিয়া উপজেলার কেলিশহর রমেশ বাবুর হাট ও চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন বাজার থেকে মিনিট্রাক, বাস,টেম্পুসহ বিভিন্ন মাধ্যমে চট্টগ্রাম,ঢাকাসহ বিভিন্ন জেলা যাচ্ছে দুই উপজেলার উৎপাদিত এসব সবজি। মিনিট্রাক ভাড়া চট্টগ্রাম পর্যন্ত ২৫০০-২৮০০ টাকা।
দোহাজারী থেকে নগরীতে আসতে পটিয়ার বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হয়। ফলে পথে মধ্যে লাইন খরচসহ প্রতি কেজিতে ১০ থেকে ১২ টাকা অতিরিক্ত খরচ পড়ে যায়। সে জন্য পাইকারী ব্যবসায়ীদের প্রতিকেজি সবজি চট্টগ্রাম বিভিন্ন বাজারে ১০-১২ টাকা বেশি দামে বিক্রয়
করতে হয়।
পটিয়ায় কেলিশহর ইউনিয়নের সবজি চাষী সুবল দে বলেন, ৩০ শতকে জমিতে ফুলকপি চাষাবাদ করতে খরচ পরছে ৩০ হাজার টাকা। বিক্রয় করেছি ৫০হাজার টাকার । বর্তমানে জমিতে থাকা ফুলকপি আরো ১৫-২০ হাজার টাকা বিক্রয় করা যাবে ।
পটিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মর্কতা মোহাম্মদ রিয়াজুর রহমান ও চন্দনাইশ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মর্কতা তৌফিক হোসেন খান ভয়েস অব পটিয়াকে বলেন, চলতি বছর আবহাওওয়া অনুকূলে থাকায় দুই উপজেলায় সবজির বাম্পার ফলন হয়েছে। শ্রীমতি খাল ও শঙ্খ নদীর তীরবর্তী চরের মাটিগুলো সবজি চাষের জন্য বেশ উপযোগী। তাছাড়া এখানকার উৎপাদিত সবজি খেতে খুব সুস্বাদু বলে দেশে এই দুই উপজেলার সবজির ব্যাপক চাহিদা রয়েছে। এ সবজি চাষিদের সফলতা দেখে অনেকে অন্য পেশা ছেড়ে সবজি চাষে আগ্রহী হয়ে পড়েছে। এজন্য প্রতি বছর সবজি চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
পটিয়া ও চন্দনাইশে উৎপাদিত সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা সম্ভব হবে; যদি সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।