ভয়েস অব পটিয়াঃ চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের সংস্কার কাজে স্থাপন করা রেললাইন বেঁকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
চট্টগ্রাম-দোহাজারী রেললাইন গেছে বেঁকে : চালকের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেল ফার্নেসবাহী ওয়াগন |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনের সংস্কার কাজে স্থাপন করা রেললাইন বেঁকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এমতাবস্থায় গতকাল দুপুরে চালকের দক্ষতায় একটি তেলবাহী ওয়াগন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টের জন্য চট্টগ্রাম থেকে ইঞ্জিনসহ আটটি ওয়াগন ভর্তি ফার্নেস অয়েল পরিবহন করা হচ্ছিল। দোহাজারী রেলস্টেশনে পৌঁছার আগে চালক জামিজুরী এলাকায় রেললাইন বাঁকানো দেখতে পেয়ে ইঞ্জিন থামিয়ে দেন। এর ফলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ইঞ্জিনসহ আটটি ওয়াগন।
চট্টগ্রাম-দোহাজারী রেললাইন সংস্কারের জন্য ৯০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ চলছে। এতে নির্মাণত্রুটির কারণে স্থাপন করা অধিকাংশ নতুন লাইন বেঁকে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
রেললাইন বেঁকে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়া প্রসঙ্গে রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মফিজুর রহমান জানান, ‘চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের সংস্কার কাজ পুরোপুরি শেষ পর্যায়ে, চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের কাজ চলছে। কাজ শেষ হলে নির্মাণত্রুটিও থাকবে না। তবে কয়েকদিন ধরে অস্বাভাবিক রোদের তাপে কোথাও কোথাও হয়তো রেললাইন বেঁকে যেতে পারে।’ রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।