ভয়েস অব পটিয়াঃ টানা বর্ষনে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের অভ্যন্তরের রাস্তার বেহাল দশা।
টানা বর্ষণে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের অভ্যন্তরের রাস্তার বেহাল দশা |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: টানা বর্ষনে
পটিয়া পৌরসভার
৫নং ওয়ার্ডের
অভ্যন্তরের রাস্তার বেহাল দশা। যা
দিয়ে প্রতিনিয়ত আবদুস সোবহান রাহাত আলী
উচ্চ বিদ্যালয়
এবং মোহছেনা
মডেল সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীরা যাতায়াত করছে। রাস্তাটি স্কুল
মাঠ এবং
একটি পুকুরের
পাশে অবস্থিত
হওয়ায় অভ্যন্তরের
মাটি সরে
গিয়ে গভীর খাদে
পরিণত হয়েছে,
যার ফলে
স্কুলের শিক্ষার্থীদের
উক্ত পথে
আসা-যাওয়ায় নিদারুণ দূর্ভোগ
পোহাতে হচ্ছে।
আবদুস সোবহান রাহাত আলী
উচ্চ বিদ্যালয়ের
দশম শ্রেণির
এক ছাত্র
ভয়েস অব পটিয়া’কে জানায়,
রমজান উপলক্ষে
বিদ্যালয় বন্ধ
থাকলেও উভয়
স্কুলের ৫ম
ও ১০ম
শ্রেণির কোচিং
চলছে। ফলে
তাদের বিদ্যালয়ের
যাওয়ার পথে
খুবই অসুবিধা
হচ্ছে এবং
উক্ত গর্তের
ফলে সৃষ্ট
কর্দমাক্ত মাটি মাড়িয়ে তাদের যাতায়াত
করতে হচ্ছে।
গত কয়েকদিনের
টানা বর্ষনে
এ ঘটনাটি
ঘটে। এ
ব্যাপারে বিদ্যালয়
কর্তৃপক্ষ ও ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ
থেকে এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ
গ্রহণ করতে
লক্ষ্য করা যায়
নি।
আবার কিছু
দূর গিয়ে
দেখা যায়,
৫নং ওয়ার্ডের
অভ্যন্তরে পোস্ট অফিস-সবজারপাড়া সংযোগ
সড়কটিতে সংস্কারের
কাজ চলতে
দেখা গেলেও
ভারী
বর্ষনে বিভিন্ন
ছোট-বড়
গর্তের সৃষ্টি
করেছে; যা
পানিতে
টইটম্বুর হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী উভয় রাস্তার দ্রুত
উন্নয়ন কাজের
প্রত্যাশা করছে।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।