ভয়েস অব পটিয়াঃ পটিয়ায় মেহমান সেজে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতি করেছে বলে খবর পাওয়া গেছে
পটিয়ায় মেহমান সেজে বাড়িতে ঢুকে ডাকাতি |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ায় মেহমান সেজে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতি করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার কৃষি স্কুল অ্যান্ড কলেজের পাশে রফিক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল ঈদের মেহমান সেজে ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরের দরজা-জানালা সব বন্ধ করে দেয়। পরে তারা বাড়িতে আগত মেহমানদের কাছ থেকে নগদ ১০০ ডলার, তিন হাজার টাকা, আলমিরা ভেঙ্গে ৩/৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এরপর তারা গৃহকর্তার ভগ্নিপতি বিনিনিহারা এলাকার প্রবাসী জহুর আলমকে খুঁজতে থাকে। তাকে হত্যার জন্য জনৈক ব্যক্তি তাদেরকে এক লাখ টাকা দিয়েছে বলে চিৎকার করতে থাকে। পথিমধ্যে তারা ঘরের লোকজনকে ভিতরে রেখে দরজা তালাবদ্ধ করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে ওই বাড়ির লোকজনের আত্মচিৎকারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে নির্মাণাধীন ফুলকলি কারখানার শ্রমিকরা এসে সে ঘরের তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করে।
এ ঘটনার সম্মুখীন গৃহকর্তা রফিক আহমদ বলেন, ‘৩-৪ জনের মুখোশপরা একটি দল আগ্নেয়াস্ত্রের মুখে ঘরের সদস্যদের জিম্মি করে ১০০ ডলার, নগদ তিন হাজার টাকা, আলমিরা ভেঙ্গে ৩/৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।’
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী ভয়েস অব পটিয়া’কে জানান, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল ছুটে যায়। তদন্ত সাপেক্ষে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।