ভয়েস অব পটিয়াঃ সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করতে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে : সামশুল হক চৌধুরী এমপি
তৃণমূল সুসংগঠিত করতে ব্যালটে নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই : সামশুল হক চৌধুরী এমপি |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ‘উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত করে ইতিমধ্যে শেখ হাসিনা বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন। শেখ হাসিনার এ উন্নয়ন সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে এবং সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করতে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে। ধর্ম নিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, বহুবাদীত্ব গণতান্ত্রিক সংস্কৃতি, শোষণমুক্ত সাম্যের সমাজ নির্মাণ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন বদলের সংগ্রামে বাংলাদেশকে একটি সমৃদ্ধ সুখী-সুন্দর উন্নত বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামীলীগ কাজ করছে। বঙ্গবন্ধুর এ স্বপ্নের সংগঠনকে তৃণমূলে সুসংগঠিত করতে ব্যালটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচন করার বিকল্প নেই।’
গতকাল শুক্রবার পটিয়ার শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সামশুল হক চৌধুরী।
ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মফজল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম. রাশেদ মনোয়ার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. জাফর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ.কে.এম আবদুল মতিন চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, নাছির উদ্দিন, দেবব্রত দাশ, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দক্ষিণ জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আ.লীগ নেতা সিরাজুল ইসলাম মাষ্টার, আবু সালেহ চৌধুরী, শহীদুল আলী মঞ্জু, দিদারুল হক চৌধুরী, আলমগীর খালেদ, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইউসুফ নবী টিপু, শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ব্রজহরি মাষ্টার, ডা. নুরুল হুদা, মোহাম্মদ মুছা, আবুল হাসান খোকন, আরশাদ ইকবাল, আবদুল মালেক, গোলাম কিবরিয়া প্রমুখ।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।