ভয়েস অব পটিয়াঃ পটিয়ায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে শ্রেণি কক্ষে ছাত্রীকে ক্লাসে কথা বলার জেরে কান ধরে উঠাবসা করিয়ে চুল ধরে টানাহেঁচড়ার অভিযোগ
পটিয়ায় আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে আধাঘন্টা কান ধরে উঠাবসা, চুল ধরে টানাহেঁচড়া |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ায় এক স্কুল
শিক্ষকের বিরুদ্ধে শ্রেণি কক্ষে ছাত্রীকে ক্লাসে কথা বলার জেরে কান ধরে উঠাবসা করে
চুল ধরে টানাহেঁচড়ার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার
দুপুর ২ টায় পটিয়া পৌর সদরের আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা
ঘটে।
আহত ওই ছাত্রীর
নাম মেহেরুন্নেছা (১৩)। সে বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। তাকে অজ্ঞান অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
জানা যায়,
গতকাল দুপুর দুইটায় আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির
বিজ্ঞানের কোচিং ক্লাস চলছিল। ক্লাস চলাকালে ছাত্রীটি পাশের অন্য ছাত্রীর সাথে কথা
বলছিল। এ সময় ক্লাস শিক্ষক শমসের ইসলাম তা দেখতে পেয়ে ক্ষুদ্ধ হন। এতে শিক্ষক ছাত্রীকে আধঘন্টা কান ধরে উঠাবসা করান। পরে ছাত্রীটি কান্না করলে উক্ত শিক্ষক চুল
ধরে টানাহেঁচড়া করে তাকে গুরুতর আহত করে। এতে ওই ছাত্রী ক্লাসের ভিতরই অজ্ঞান হয়ে পড়ে। এ
সময় ওই শিক্ষক ক্লাস থেকে চলে যান। পরে ছাত্রীটির সহপাঠীরা তার মা নুরুন্নাহার
বেগমকে খবর দিলে স্কুলে এসে তার মা ও সহপাঠীরা মিলে চিকিৎসার জন্য পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যায়।
এ ব্যাপারে
আহত স্কুল ছাত্রী মেহেরুন্নেছা ও মা নুরুন্নাহার বেগম জানান, ক্লাসে কথা বলায়
শিক্ষক শমসের ইসলাম তাকে আধাঘন্টা কান ধরে উঠাবসা করায়। এতে সে কান্না করলে তাকে
চুল ধরে টানাহেঁচড়া করে। খবর পেয়ে স্কুলে পৌঁছে মেয়েকে অচেতন অবস্থায় দেখে তার
সহপাঠীদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান। তিনি ওই
শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন।
অভিযুক্ত
স্কুল শিক্ষক শমসের ইসলাম জানান, ক্লাসে কথা বলায় ছাত্রীটিকে কান ধরে উঠবস করিয়েছি।
কিন্তু চুল ধরে টানা হেঁচড়ার অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন জানান, এ
ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।