ভয়েস অব পটিয়াঃ পটিয়া উপজেলার বিভিন্ন এলাকার কয়েক লক্ষাধিক মানুষ টানা ৫২ ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারে দিনাতিপাত করছে
পটিয়ায় বিদ্যুৎহীন ৫২ ঘন্টা; পিডিবির উদাসীনতায় চরম দূর্ভোগে সাধারণ জনগণ |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়া উপজেলার বিভিন্ন এলাকার কয়েক লক্ষাধিক মানুষ টানা ৫২ ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় অন্ধকারে দিনাতিপাত করছে।
স্থানীয়দের অভিযোগ পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের (পিডিবি) কর্মকর্তা কর্মচারীদের উদাসীনতার কারণে টানা ৫২ ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সমগ্র উপজেলার প্রায় এলাকা।
গতকাল শুক্রবার পটিয়া পিডিবি এলাকার পশ্চিম ফিডারের আওতায় কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ আসলেও পূর্ব ফিডারের আওতায় থাকা কোন এলাকাতেই এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দিতে পারে নি পিডিবি কর্তৃপক্ষ। ফলে পূর্ব ফিডারের আওতায় থাকা গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে, গত বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় উপজেলার প্রায় অর্ধ শতাধিক গ্রামের কয়েক লক্ষাধিক মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, শিকলবাহা, জিরি, চরলক্ষ্যা, ভাটিখাইন, হাইদগাঁও, দক্ষিণ ভুর্ষি, বিসিক শিল্পনগরী, ইন্দ্রপুল লবণ শিল্প এলাকা, পাইকপাড়া, দক্ষিণঘাটা, মাঝেরঘাটা, বাসস্টেশন, পোষ্ট অফিস, কাগজীপাড়া, বাহুলী, আল্লাই ওখাড়া, গোবিন্দারখীল, সুচক্রদন্ডী, বৈলতলী রোড সহ পটিয়া সদরের বিভিন্ন এলাকার প্রায় অর্ধ শতাধিক গ্রামে গত বুধবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় দূর্ভোগ পোহাতে হচ্ছে।
দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় গৃহস্থলীতে থাকা ফ্রিজে রক্ষিত মাছ-মাংস তরিতরকারি নষ্ট হয়ে যাচ্ছে বলে বিভিন্ন এলাকার গ্রাহকরা জানান।
এ ব্যাপারে পাইকপাড়া এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, গত বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিদ্যুৎ না থাকায় এলাকার তিন হাজারের অধিক গ্রাহক তিন দিন ধরে অন্ধকারে দিনাতিপাত করছে।
এ ব্যাপারে পটিয়া পিডিবির প্রধান কর্মকর্তা আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভয়েস অব পটিয়া’কে জানান, ‘ঝড়-বৃষ্টির কারণে ১১হাজার ভোল্টের বিদ্যুতের মেইন লাইনের কোন জায়গায় শর্টসার্কিট হওয়ায় এ সমস্যা হয়েছে। কোন জায়গায় এ সমস্যা হয়েছে তা খুঁজে বের করতে কর্মকর্তা-কর্মচারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তাছাড়া জনবল সংকটের কারণে দ্রুত কাজে ব্যাঘাত ঘটছে।’
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।