ভয়েস অব পটিয়াঃ পটিয়া ডাকবাংলোর মোড় হতে রেল ষ্টেশন সংযোগ সড়কের বেহাল দশা
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া পৌর সদর এলাকার ডাকবাংলোর মোড় হতে রেল ষ্টেশন মোড় (ষ্টেশন রোড জামে মসজিদ) সংযোগ সড়কটি অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, অন্যতম এই ব্যস্ত সড়কটির বিটুমিন প্লাস্টারের প্রায় অংশ উঠে গিয়ে এখন খানাখন্দক-খাদে পরিণত হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টিতে রাস্তাটির অবস্থা কর্দমক্ত হয়ে মানুষ এবং যানবাহনের চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বর্ষা মৌসুম হওয়ায় রাস্তাটির খানাখন্দকে পানি জমে এখন তা খালে পরিণত। এই সড়কে চলাচলকালে পথচারী-যাত্রীদের প্রতিনিয়ত নিদারুণ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। যার ফলে মারাত্মক দুঘর্টনার সম্ভাবনার সৃষ্টি হতে পারে।
পটিয়া ডাকবাংলোর মোড় হতে রেলষ্টেশন পর্যন্ত সংযোগ সড়কের বেহাল দশা |
সম্প্রতি পানি অপসারণের জন্য রাস্তার পার্শ্বে নালা স্থাপন কাজের গড়িমসির কারণে বৃষ্টিতে সড়কে পানি জমে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। যারা ফলে আশে পাশের দোকানপাট এবং বাড়িঘরে পানি ঢুকে পড়ায় তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উক্ত এলাকার বাসিন্দা এবং পথচারীরা অতিসত্বর উক্ত রাস্তাটির পানি অপসারণের জন্য নির্মানাধীন নালা এবং রাস্তারটির উন্নয়ন কাজ দ্রুত করে তা চলাচলের উপযোগী করে তুলতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়েছেন।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।