ভয়েস অব পটিয়াঃ বহুল প্রতিক্ষিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে নির্মিতব্য বাইপাস সড়কের ৭০ শতাংশ কাজ সম্পন্ন
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ বহুল প্রতিক্ষিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে নির্মিতব্য বাইপাস সড়কের একাংশে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। ওই অংশে বাড়িঘর, শ্মশান ও মন্দিরের কারণে ৪শ মিটার জমি নিয়ে জটিলতা ছিলো। যা নতুন করে জমি অধিগ্রহণ করে গত রবিবার মন্ত্রীসভায় অনুমোদন পায়। এর ফলে বাইপাস সড়ক নির্মাণে আরো গতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
গত বছরের ১১ ফেব্রুয়ারী সৃষ্ট জটিলতার বিষয়ে সিদ্ধান্ত দিতে পটিয়ায় আসেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পটিয়ার সাংসদ সামশুল হককে সাথে নিয়ে সেদিন তিনি উপস্থিত সিদ্ধান্ত দেন। কিন্তু ওই সিদ্ধান্ত অনুমোদন পেতে প্রায় এক বছর সময় অতিবাহিত হয়েছে।
জানা যায়, ২০০৭ সালে গৃহীত পটিয়ার মনসার টেক থেকে দোহাজারীর সাঙ্গু সেতু পর্যন্ত সড়ক সরলীকরণ ও বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি হাতে নেয়া হয়। সে সময় মাটির অভাব, হিন্দুদের বাড়িঘর আর মন্দিরের দোহাই দিয়ে বাধার কারণে বাইপাসসহ সড়কের সরলীকরণ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে পটিয়া পৌর এলাকায় যানবাহনের সৃষ্ট চাপে যানজট প্রকটরূপ ধারণ করেছে। এ অবস্থায় সাংসদ সামশুল হক চৌধুরীর প্রচেষ্টায় প্রকল্পটি কাঁটছাঁট করে শুধুমাত্র পটিয়া বাইপাস প্রকল্পটি হাতে নেয় সরকার। সড়কটি বাস্তবায়িত হলে পটিয়া পৌর এলাকায় যানজট কমার পাশাপাশি পটিয়া শহরের পরিধি বৃদ্ধি পাবে এবং কক্সবাজার ও বান্দরবানগামী যাত্রী-পর্যটকরা দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
এদিকে ভাটিখাইন ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা জানান, বাইপাস উঁচু এবং গ্রামের মধ্য দিয়ে বাস্তবায়ন হওয়ায় গ্রামের লোকজনেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগীসহ সকলের কষ্টের সীমা ছাড়িয়ে গেছে। যার কারণে গ্রামের লোকজন ওই এলাকায় একটি আন্ডারপাস তৈরির জন্য আবেদন করেন। তাতে পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরী সুপারিশ করেন। কিন্তু গত এক বছর পেরুলেও আন্ডারপাস নির্মাণের বিষয়ে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। উক্ত এলাকার বাসিন্দারা অবিলম্বে আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।