ভয়েস অব পটিয়াঃ আসন্ন সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পটিয়ায় বিজিবি মোতায়েন
পটিয়ায় বিজিবি মোতায়েন |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারাদেশের ন্যায় দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র পটিয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে সারাদেশে ১১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ রোববার (২৩ ডিসেম্বর) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির অস্থায়ী ক্যাম্প পরিদর্শনে এসে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বিজিবি। সারাদেশে মোট ১১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু চট্টগ্রাম অঞ্চলে মোতায়েন করা হয়েছে ১৪৫ প্লাটুন বিজিবি। চট্টগ্রাম জোনের উত্তরে মিরসরাইয়ে একটি এবং দক্ষিণে পটিয়ায় একটি করে মোট ২টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে মাঠে রয়েছে বিজিবি, তবে কাজ শুরু করেছি ২০ ডিসেম্বর থেকে। প্রতি আসনে বিজিবির একটি করে ক্যাম্প করা হয়েছে। প্রত্যেক উপজেলায় ৪-৬ প্লাটুন ও শহর এলাকার প্রতি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।”
পটিয়ায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম |
তিনি আরো বলেন, “সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের পরিবেশ বজায় রাখার লক্ষে কাজ করছে বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে এখনও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই একটি জায়গায় সামান্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল। সেগুলো বিজিবি, পুলিশ মিলে নিয়ন্ত্রণ করেছি।”
এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টার যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অস্থায়ী ক্যাম্পে আসেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন এবং চট্টগ্রামের পু্লিশ সুপার নূরে আলম মিনার সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক।
পরে তিনি বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় নির্বাচনে দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের দিক নির্দেশনাও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পূর্ব (চট্টগ্রাম) রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আদিল চৌধুরী, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আরেফিন তালুকদার, ৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনির হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।