ভয়েস অব পটিয়াঃ পটিয়ার বেকার সংস্থানের অগ্রদূত দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এস.আলম গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ এস.আলম গ্রুপ পরিবারের ছয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
S Alam Group এস.আলম গ্রুপ |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এস. আলম গ্রুপের ভাইস চেয়ারম্যানসহ এস. আলম গ্রুপ পরিবারের ছয় সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১৮ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তাদের করোনা ভাইরাস পজিটিভ আসে বলে জানা যায়। করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার ১নং রোডে অবস্থিত তাদের পারিবারিক ভবনকে পুলিশ ‘লকডাউন’ করে দিয়েছে বলে জানান পাঁচলাইশ থানার এসআই আবু তালেব।
আক্রান্তদের মধ্যে রয়েছেন এস. আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ভাই এস. আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, এন.আর.বি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম, এস. আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, শহীদুল আলম, ওসমান গণি ও তাদের এক ভাইয়ের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে এস.আলম গ্রুপ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন চৌধুরী জানান, তাদের পরিবারের সকল সদস্যই ঘরে আইসোলেশনে রয়েছেন। এস. আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং সুস্থ আছেন।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।