ভয়েস অব পটিয়াঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করে দিচ্ছে দেশের অন্যতম শিল্প গ্রুপ এস. আলম গ্রুপ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের কার্যাদেশ হস্তান্তর |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করে দিচ্ছে দেশের অন্যতম শিল্প গ্রুপ এস. আলম গ্রুপ। এ লক্ষ্যে ইতিমধ্যে মেডি ট্রেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়েছে এই শিল্প গ্রুপ। কার্যাদেশে আগামী ১৫ দিনের মধ্যে অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপনের কাজ সমাপ্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার (১৪ জুন) প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেডি ট্রেডকে কার্যাদেশ হস্তান্তর করেন এস. আলম গ্রুপের চেয়ারম্যান জনাব সাইফুল আলম মাসুদ এর পিএস আকিজ উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, চট্টগ্রামের অন্যতম রাষ্ট্রায়াত্ত হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম পোহাতে হতো। করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে অক্সিজেনের এ সংকট চরমে উঠে। পর্যাপ্ত অক্সিজেন সাপোর্টের অভাবে প্রাণ হারান অনেক রোগী। এই দুঃসময়ের কথা চিন্তা করে হাসপাতালে অক্সিজেনের এ ঘাটতি পূরণ করতে এগিয়ে আসলো এস. আলম গ্রুপ।
এস. আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পিএস আকিজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম ইনস্টলেশনের কাজ সম্পন্ন হবে। এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর হবে বলে জানান তিনি।’
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।