ভয়েস অব পটিয়াঃ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে চট্টগ্রামের হাসপাতালগুলোকে ২০টি ভেন্টিলেটর দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ টি.কে. গ্রুপ।
ছবি: করোনা চিকিৎসায় চট্টগ্রামের হাসপাতালগুলোর জন্য জেলা প্রশাসকের নিকট ভেন্টিলেটর হস্তান্তর করছে টি.কে. গ্রুপ |
ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে চট্টগ্রামের হাসপাতালগুলোকে ২০টি ভেন্টিলেটর দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ টি.কে. গ্রুপ।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসেনের নিকট এসব ভেন্টিলেটর হস্তান্তর করেন টি.কে. গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোঃ মোফাচ্ছেল হক। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বিসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
টি.কে. গ্রুপের দেওয়া ২০টি ভেন্টিলেটরের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩টি, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ৩টি, বেসরকারী সার্জিস্কোপ হাসপাতালে ২টি এবং বেসরকারী পার্কভিউ হাসপাতালে ২টি করে হস্তান্তর করা হয়।
টিকে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোঃ মোফাচ্ছেল হক জানান, ‘দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টি.কে. গ্রুপ। চট্টগ্রামে করোনা রোগী দ্রুত বাড়তে থাকায় তাদের চিকিৎসার জন্য টি.কে. গ্রুপের এমডি স্যারের নির্দেশে চীন থেকে ২০টি ভেন্টিলেটর আমদানি করে তা আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছি। এসব ভেন্টিলেটর চট্টগ্রামের করোনা ডেডিকেটেড হাসপাতালে যুক্ত হলে করোনাক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া আরও সহজ হবে।’
গত ০৩ এপ্রিল চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় ষাটোর্ধ্ব এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সর্বশেষ আজ ১৯ জুন শুক্রবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯১১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যবিভাগকে। আইসিইউ, ভেন্টিলেটর, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের সংকট থাকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
এহেন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি এস. আলম গ্রুপ, সিকমসহ চট্টগ্রামের বিভিন্ন শিল্প গ্রুপ করোনাক্রান্ত রোগীদের চিকিৎসায় আইসোলেশন সেন্টার তৈরি, অক্সিজেন সাপ্লাই সিস্টেম, ভেন্টিলেটরসহ চট্টগ্রামের হাসপাতালগুলোকে বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করছে।
আরও পড়ুন >> চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপন করে দিচ্ছে এস. আলম গ্রুপ
জাতীয়-আন্তর্জাতিক-চট্টগ্রামের সংবাদসহ পটিয়া সম্পর্কে জানতে ও জানাতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন।
জানাতে পারেন আপনার মন্তব্য :
0 comments so far,add yours
~ মন্তব্য নীতিমালা ~
😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।
• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।
• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।
• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।
• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।
• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।
• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।
• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।