vop-ad1

ভয়েস অব পটিয়াঃ চীনের করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম-বায়োটেকের সাথে বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে চুক্তি স্বাক্ষর

সিনোফার্মের সাথে চুক্তি স্বাক্ষর, বাংলাদেশেই উৎপাদন হবে করোনার ভ্যাকসিন
বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্ম-বায়োটেকের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান [ছবি: চীন দূতাবাস, বাংলাদেশ]

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ চীনের করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম-বায়োটেকের সাথে বাংলাদেশে করোনা ভ্যাকসিন উৎপাদন সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় এখন থেকে বাংলাদেশে সিনোফার্মের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন উৎপাদন করা হবে।

চীনের সিনোফার্মের এ ভ্যাকসিন দেশীয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ফিল ফিনিশড হয়ে বাজারজাত করা হবে। 

সোমবার (১৬ আগস্ট) রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে চীনের সিনোফার্মের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের সিনোফার্মের পক্ষে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা লিথাং চুচিং চিং ও ইনসেপ্টার চেয়ারম্যান আবদুল মোক্তাদির চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেমে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, চীনের রাষ্ট্রদূত লি জিমিংসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share To:

Voice of Patiya

জানাতে পারেন আপনার মন্তব্য :

0 comments so far,add yours

~ মন্তব্য নীতিমালা ~

😀 আমাদের প্ল্যাটফর্মে মন্তব্য, আলোচনা, সমালোচনা বজায় রাখার জন্য আমরা একটি নীতিমালা তৈরি করেছি। আমরা আশা করি যে, কোন মন্তব্য পোস্ট করার সময় আপনারা তার অনুসরণ করবেন।

• ভয়েস অব পটিয়া কর্তৃপক্ষ ভিজিটর কর্তৃক নির্দেশিকা লঙ্ঘন করে এমন মন্তব্যগুলো মুছে ফেলার অধিকার সংরক্ষণ করে।

• জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, চেহারা বা অক্ষমতার ভিত্তিতে কোনো ব্যক্তি, কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি আপত্তিকর বা আক্রমণ করে এমন ভাষায় মন্তব্য করা যাবে না।

• আলোচনার বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কোন মন্তব্য করা যাবে না। কিছু বিষয় ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যেতে পারে, তবে আলোচনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে এমন কোনো বিষয় ভয়েস অব পটিয়া কর্তৃক অনুমোদন করা হবে না।

• কোনো পক্ষকে আইনি ঝামেলায় ফেলতে পারে এমন মন্তব্য করা যাবে না।

• বাণিজ্যিক প্রকৃতির কিংবা বিজ্ঞাপনীয় উপাদান/লিঙ্ক রয়েছে এমন মন্তব্য করা যাবে না।

• যেসব মন্তব্য স্প্যামিং বলে মনে হচ্ছে এবং একাধিক পোস্ট জুড়ে অভিন্ন মন্তব্য করলে সেগুলো মুছে ফেলা হবে।

• ঘৃণাত্মক, সহিংসতার প্ররোচনা দেয় অথবা ধর্মকে আক্রমণ করে এমন কোন মন্তব্য করা যাবে না।