"আন্তর্জাতিক" ক্যাটাগরীর সকল আর্টিকেল
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জুলাই-আগস্ট বিপ্লব-শহীদদের খসড়া তালিকা প্রকাশ; জুলাই বিপ্লব, গণঅভ্যুত্থান, শেখ হাসিনা, আওয়ামী লীগ, July Revolution, Sheikh Hasina
জুলাই-আগস্ট বিপ্লব-শহীদদের খসড়া তালিকা প্রকাশ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদ ৮৫৮ ও আহত ১১ হাজার ৫৫১ জন ব্যক্তির প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আজ শনিবার তথ্য অধিদফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

তথ্য অধিদফতরের ওই বিবৃতিতে বলা হয়, ‘তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসংগত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ই-মেইল muspecialcell36@gmail.com-এ জানাতে অনুরোধ কছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।’

এর আগে ২৪ সেপ্টেম্বর জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। তালিকায় মোট ৭০৮ জনের নাম প্রকাশ করা হয়। এই তালিকা হালনাগাদের কাজ চলমান রয়েছে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ -এ সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই, সংশোধন ও পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থাকলে তা সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা নিকটস্থ সরকারী হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। 

এছাড়াও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মধ্যে যদি কারো নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিরা উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

পবিত্র হজ্বে আরাফার দিনে মক্কায় ৫০৬১ টেরাবাইট ইন্টারনেট ডাটা, ৪.২২ কোটি ভয়েস কলের ব্যবহার; সৌদি আরব; হজ্ব; Saudi; Hajj; Makkah; Arafah Mount
আরাফার দিনে মক্কায় ৫০৬১ টেরাবাইট ইন্টারনেট ডাটা, ৪.২২ কোটি ভয়েস কলের ব্যবহার 


ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ পবিত্র হজ্বে আরাফার দিনে সৌদি আরবের মক্কাসহ পবিত্র স্থানগুলোর টেলিযোগাযোগ পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিএসটি। 

সিএসটির হিসাব অনুযায়ী, আরাফার দিনে মক্কায় মোট ভয়েস কল হয়েছে ৪.২২ কোটি। এর মধ্যে স্থানীয় কলের সংখ্যা ৩.৬৩ কোটি এবং আন্তর্জাতিক কলের সংখ্যা ৫৯ লক্ষ। ভয়েস কলের সাফল্যের হার ৯৯%।

পরিসংখ্যান বলছে, এদিন মোট ইন্টারনেট ডাটা ব্যবহার হয়েছে ৫.৬১ হাজার টেরাবাইট—যা উচ্চ মানের (১০৮০পি) ২.৩ মিলিয়ন ঘণ্টার ভিডিও ক্লিপ দেখার সমান। জানিয়েছে সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের।
ফিলিস্তিনিদের উপর নিষিদ্ধ ফসফরাস বোমাবর্ষণ করছে দখলদার ইসরাইল; ফিলিস্তিন; গাজা; পশ্চিম তীর; লেবানন; Palestine; Gaza; West Bank; Lebanon; Israel
ফিলিস্তিনিদের উপর নিষিদ্ধ ফসফরাস বোমাবর্ষণ দখলদার ইসরাইলের

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফিলিস্তিনি গণহত্যায় আন্তর্জাতিকভাবে ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমার ব্যবহার করছে ইহুদি সন্ত্রাসবাদী অবৈধ দখলদার ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, দখলদার সন্ত্রাসবাদী ইসরাইলি বাহিনী সোমবার দিবাগত রাত থেকে গাজার আল-কারামা এলাকায় সাদা ফসফরাস বোমা ফেলেছে। 

বার্তাসংস্থা আল-জাজিরা জানায়, হামলায় এ পর্যন্ত ১,৫৮০ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,৩১২ জন আহত হয়েছেন।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা ইসরাইলি বাহিনী কর্তৃক গাজা উপত্যকা এবং লেবাননে আন্তর্জাতিকভাবে ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ফেলার প্রমাণ পেয়েছে। 

অত্যন্ত দাহ্য এই রাসায়নিক পদার্থ কখনো কখনো সামরিক বাহিনী এলাকা চিহ্নিত করতে ব্যবহার করে। তবে এই বোমা মানুষকে মারাত্মকভাবে পুড়িয়ে ফেলতে পারে। জনবহুল জায়গায় এই বোমা ফেলা মারাত্মক। মানুষ, ঘরবাড়ি, মাঠ, বেসামরিক ভবনসহ আশপাশে যা-ই থাকুক তা পুড়িয়ে ফেলবে।

হিউম্যান রাইটস ওয়াচের আহমেদ বেনচেমসি আল জাজিরাকে বলেন, যখন এই বোমা একটি বিস্তৃত অঞ্চল লক্ষ্য করে ফেলা হয়, তখন স্থল বিস্ফোরণের চেয়ে বেশি বেসামরিক মানুষ এবং অবকাঠামোর ক্ষতি করে। 
ফসফরাস বোমা মূলত অক্সিজেনের সংস্পর্শে এলে বায়ুমণ্ডলে জ্বলে ওঠে এবং ৮১৫ ডিগ্রি সেলসিয়াস (১৫০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তীব্র তাপের সৃষ্টি করে। এটি মানুষের মাংস হাড় পর্যন্ত পুড়িয়ে ফেলতে পারে।
পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ; পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র; Uranium; Putin; Hasina; Bangladesh; Russian; Nuclear power
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানী হস্তান্তর

ভয়েস অব পটিয়া-স্পেশাল ডেস্কঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানী ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেল ৩টায় ইউরেনিয়াম হস্তান্তরের মাধ্যমে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করলো বাংলাদেশ। 

ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিও যুক্ত ছিলেন। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ সশরীরে উপস্থিত থেকে ইউরেনিয়াম হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষে ইউরেনিয়াম গ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এর আগে ২৯ সেপ্টেম্বর সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ নিরাপত্তায় পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান এসে পৌঁছায়।
তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত এরদোগান; Turkey; Erdogan; তুরস্ক; এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত এরদোগান

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। 

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যি এরদোগান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট। 
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সীর বরাতে, নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল একে পার্টির নেতা এরদোগান ৫২ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল সিএইচ পার্টির কেমাল পেয়েছেন ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট। 
তুরস্কের ভূমিকম্পে উদ্ধারকারী বাংলাদেশ দলকে প্রেসিডেন্ট এরদোগানের বিশেষ সম্মাননা; তুরস্ক; সিরিয়া; ভূমিকম্প; গাজিয়ানটেপ; Turkey; Syria; Gaziantep; Earthquake; EU
তুরস্কের ভূমিকম্পে উদ্ধারকারী বাংলাদেশ দলকে প্রেসিডেন্ট এরদোগানের বিশেষ সম্মাননা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্য পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তুরস্ক সরকারের পক্ষ হতে গত (২৫ এপ্রিল ২০২৩) বিশেষ সম্মাননা প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বাংলাদেশের পক্ষে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ রাশেদ ইকবাল (এনডিসি/পিএসসি/জি) এবং উদ্ধারকারী দলের দলনেতা লেঃ কর্ণেল মুহাম্মদ রুহুল আমিন। 

তুরস্কের ভূমিকম্পে উদ্ধারকারী বাংলাদেশ দলকে প্রেসিডেন্ট এরদোগানের বিশেষ সম্মাননা; তুরস্ক; সিরিয়া; ভূমিকম্প; গাজিয়ানটেপ; Turkey; Syria; Gaziantep; Earthquake; EU
তুরস্কের ভূমিকম্পে উদ্ধারকারী বাংলাদেশ দলকে প্রেসিডেন্ট এরদোগানের বিশেষ সম্মাননা

উল্লেখ্য, গত ০৬ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে সহায়তার জন্য তুরস্ক কর্তৃক বাংলাদেশের নিকট অনুরোধের প্রেক্ষিতে গত ০৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে ৬০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকার্য শুরু করে। উদ্ধারকার্যের অংশ হিসেবে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা গাজিয়ানটেপে প্রদেশের আদিয়ামান এবং হাতাই এ উদ্ধারকার্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। 
উদ্ধারকার্য পরিচালনার পাশাপাশি দলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাবু বিতরণ করে। এছাড়া মেডিকেল টিমটি ১০৪ জনকে চিকিৎসা সেবা প্রদান এবং তাদের মাঝে ৩২ কার্টন ঔষধ বিতরণসহ ভূমিকম্পের ফলে আঘাতপ্রাপ্ত ও মানসিক ট্রমাগ্রস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে।  

বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে বাংলাদেশ এবং তুরস্কের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশাবাদী দুদেশের জনগণ।
চাঁদ দেখা যায় নি, শুক্রবার রোযা শুরু;  রমযান; রমজান; রোজা; রোযা; Ramadan; Holy Ramadan
চাঁদ দেখা যায় নি, শুক্রবার রোযা শুরু

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের আকাশে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে রোযা রাখা।
 
আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ ঘোষণা দেন। 
তিনি বলেন, ‘দেশের আকাশে কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার শেষ হবে শাবান মাস এবং শুক্রবার শুরু হবে রমযান মাস।
 
তিনি আরো জানান, ১৮ এপ্রিল দিবাগত রাতে শবে কদর পালিত হবে। 

উল্লেখ্য, চন্দ্র মাসের পঞ্জিকা অনুসারে, ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমযানের শুরু হয়। আগের দিন মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় সোদি আরবে বৃহস্পতিবার থেকে রোযা শুরুর ঘোষণা আসে। 

বাংলাদেশে শুক্রবার ১ম রোযা রাখার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলিমরা সিয়াম, সাধনা, সংযমের মাস রমযানের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছেন।