"ইয়েস ক্লাব" ক্যাটাগরীর সকল আর্টিকেল
ইয়েস ক্লাব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
করোনা : ইয়েস ক্লাবের উদ্যোগে গরিব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ; করোনা; করোনা ভাইরাস; কোভিড; কোভিড১৯; স্যানিটাইজার; বিআইটিআইডি; আইইডিসিআর; স্বাস্থ্য অধিদপ্তর;  Corona; Corona Virus; Covid; Covid19; Sanitizer; BITID; IEDCR; Health Ministry
করোনা : ইয়েস ক্লাবের উদ্যোগে গরিব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ করোনা মহামারীর এই দূর্যোগে চারিদিকে কর্মহীন জনজীবন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশব্যাপী দৈনন্দিন সকল ধরনের চলাচল-কাজকর্মে সীমা আরোপ করা হয়েছে। এতে কর্মহীন হয়ে সবচেয়ে অবেহেলিতভাবে দিনাতিপাত করছে গরিব-দুস্থ খেটে খাওয়া মানুষরা। এরই পরিপ্রেক্ষিতে গরিব ও দুস্থ পরিবারের সদস্যরা যাতে অনাহারে-অর্ধাহারে না ভুগে সে লক্ষ্যে পটিয়া উপজেলার জিরি ইউনিয়াধীন কৈয়গ্রামে ইয়েস ক্লাবের উদ্যোগে ৫০ টি গরিব-দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এতে ইয়েস ক্লাবের সদস্যরা উক্ত গ্রামের জনগণের মাঝে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে করণীয়-সচেতনতার লক্ষ্যে প্রচারণা চালায়।