![]() |
ঈদের জামাত শেষে জনতার সাথে করমর্দন-কুশল বিনিময় করেন ড. মুুহাম্মদ ইউনুস |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ প্রায় দেড় যুগ পর পবিত্র ঈদ-উল-ফিতরে জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিলেন বাংলাদেশের সরকার প্রধান।
সোমবার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।
মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
ঈদের জামাত শেষে উৎসুক জনতার সাথে করমর্দন-কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুুহাম্মদ ইউনুস।