"ঈদ-উল-ফিতর" ক্যাটাগরীর সকল আর্টিকেল
ঈদ-উল-ফিতর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেড়যুগ পর ঈদগাহে সরকার প্রধান, জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান
ঈদের জামাত শেষে জনতার সাথে করমর্দন-কুশল বিনিময় করেন ড. মুুহাম্মদ ইউনুস 

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ প্রায় দেড় যুগ পর পবিত্র ঈদ-উল-ফিতরে জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিলেন বাংলাদেশের সরকার প্রধান। 

সোমবার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস।

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। 
ঈদের জামাত শেষে উৎসুক জনতার সাথে করমর্দন-কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুুহাম্মদ ইউনুস।
চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর
চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। 🌙 ঈদ মুবারক। 

আজ রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক। 
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেনের সভাপতিত্ব আজ জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠকে বিভিন্ন জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনা করে সোমবার ঈদ পালনের ঘোষণা দেয়া হয়।
চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ; ঈদ উল ফিতর; রমযান; শাওয়াল; Eid; Eid Al Fitr; Ramadan; Shawwal
চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঈদ মুবারক। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে  জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরী ১৪৪৪ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।