"কুরবানী" ক্যাটাগরীর সকল আর্টিকেল
কুরবানী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পবিত্র হজ্ব : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা’র ময়দান; হজ্ব; আরাফা; মিনা; মুজদালিফা; Hajj; Arafa; Mina; Muzdalifa;Kurbani; EId Al Adha
পবিত্র হজ্ব : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা’র ময়দান

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফা’র ময়দান। পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু। 

এ বছর পবিত্র হজ্ব পালন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলিম। সৌদি আরবের পরিসংখ্যান ব্যুরোর দেওয়া বিবৃতির অনুযায়ী হজ্ব পালনকারীদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৩৪ জন সৌদি আরবের আবাসিক এবং অনাবাসিক নাগরিক। 
হজ্ব পালন করা বিদেশীর সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৯১৯ জন। এদের মধ্যে পুরুষের সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৪৫৮ জন এবং নারীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৮৯৫ জন।

এ বছর ১৪৪৩ হিজরি সনের পবিত্র হজ্ব পালন করা হচ্ছে। গত দুই বছর বিরতির পর সারাবিশ্ব থেকে ১০ লাখ হজ্বযাত্রীকে হজ্বের অনুমতি দেয় সৌদি সরকার। প্রতি হিজরী বছরের ৯ জিলহজ্ব সমগ্র মুসলিম উম্মাহ হজ্ব পালনে ঐতিহাসিক আরাফা’র ময়দানে উপস্থিত হন। এবারের হজ্ব পালনে সর্বমোট ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান আরাফা’র ময়দানে উপস্থিত হন।

হজ্ব লাইভ >>

কুরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ; ঈদ উল আযহা; ঈদ; চামড়া; কুরবানী; গরু; ছাগল; খাসি; উট; ভেড়া; দুম্বা; চামড়া; শিল্প; Cow; Goat; Camel; Sheep; Bakri; Leather; Leather industry; Kurbani; Qurbani; Eid Al Adha; Eid
কুরবানীর পশুর চামড়ার দাম নির্ধারণ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আসন্ন কুরবানীর পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবারের কুরবানীর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (০৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৪০ থেকে ৪৫ টাকা। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। 

এছাড়া সারাদেশে খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, যা গত বছর ছিল ১৫ থেকে ১৭ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা, যা গত বছরও একই ছিল।

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ায় লবণ দেওয়ার বিষয়টিতে গুরুত্বারোপ করতে হবে। সামনে একটি জুমার দিন রয়েছে সেদিন যদি জুমার খুতবায় চামড়ায় লবণ দেওয়ার বিষয়টি সম্পর্কে বলা হয়, তাহলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তথ্যসচিব মোঃ মকবুল হোসেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ সহ চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্যরা।
জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই পবিত্র ঈদ-উল-আযহা; ঈদ; ঈদ-উল-আযহা; আযহা; কুরবানী; কুরবানি; চামড়া; কুরবানীর চামড়া; Eid; Eid Al Adha; Kurbani; Quarbani; Bakri
জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে, ১০ জুলাই পবিত্র ঈদ-উল-আযহা

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ দেশের আকাশে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই রবিবার সারাদেশে পালিত হবে পবিত্র ঈদ-উল-আযহা তথা কুরবানীর ঈদ।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেওয়া হয়। 

জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার বলেন, পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে হিজরী ১৪৪৩ সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেছে।
এর ফলে আগামীকাল শুক্রবার (০১ জুলাই) থেকে পবিত্র জিলহজ্ব মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১০ জুলাই (১০ জিলহজ্ব) সারাদেশে পবিত্র ঈদ-উল-আযহা তথা কুরবানীর ঈদ পালিত হবে।
চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা জাতীয় ওলামা পরিষদের; চামড়া শিল্প, ওলামা পরিষদ, কওমী মাদ্রাসা, ঢাকা, বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ, ঈদ উল আযহা, কুরবানীর ঈদ
ছবিঃ চামড়া শিল্প ধ্বংসের কবল থেকে রক্ষার দাবীতে জাতীয় ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ দেশের অর্থনীতি এবং এতিম-গরীবের হক রক্ষায় পবিত্র কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয় ওলামা পরিষদ। 

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় ওলামা পরিষদের উদ্যোগে দেশবরেণ্য আলেমদের এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। 
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘এ দেশে রফতানি শিল্পের মধ্যে পাট, চা ও চামড়া অন্যতম। কিন্তু দেশ যখন অর্থনীতিতে অগ্রসর হচ্ছিল, তখন এ তিনটি গুরুত্বপূর্ণ শিল্পখাতকেই ধ্বংস করতে একটি কুচক্রী মহল ওঠেপড়ে লেগেছে, যাতে এ দেশের অর্থনীতিকে সমূলে ধ্বংস করে দেওয়া যায়। গুরুত্বপূর্ণ এ শিল্পগুলোকে রক্ষার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ জরুরী।’

এতে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা বশীর আহমদ, মাওলানা গোলাম মুহিউদ্দীন ইকরাম, হাফেজ মাওলানা আলী আকবর, মুফতি নেসার আহমদ, মাওলানা নাজমুল হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে সভাপতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ। 

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, চামড়া শিল্পকে ধ্বংসে তৎপর সিন্ডিকেট চক্রকে প্রতিহত করে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করুন। দেশের অর্থনীতিকে রক্ষার জন্য চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করা অত্যন্ত জরুরী। অন্যথায় গত বৎসরের মতো লাখ লাখ চামড়া বিনষ্ট হওয়ার মতো ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে এবং এতে দেশের বিপুল সংখ্যক এতিম, গরীব ও নিঃস্ব মানুষ বঞ্চিত হবে। 

কুরবানীর চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণের দাবিতে জাতীয় উলামা পরিষদের উদ্যোগে আগামী ১৭ জুলাই শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক গণসমাবেশ এবং পরদিন ১৮ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করে কর্মসূচী সর্বাত্মকভাবে সফলের জন্য সকলের প্রতি আহ্বান জানান আল্লামা নূর হোসাইন কাসেমী।