"খেলাধূলা" ক্যাটাগরীর সকল আর্টিকেল
খেলাধূলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জমকালো আয়োজনে কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন; World Cup; FIFA; Qatar World Cup 2022; FIFA 2022; Qatar 2022
কাতারের আল কোর আল বায়াত স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান / ছবি: TRTWorld

ভয়েস অব পটিয়া-স্পোর্টস ডেস্কঃ মরুভূমিতেও যে ফুটবল বিশ্বকাপ সম্ভব এক সময়ে যে প্রশ্ন শুনলে চোখ উঠতে পারত কপালে, সেটিকে বাস্তবে করে দেখিয়ে দিল কাতার। মাত্র ৩৪ কিলোমিটারের মধ্যে ৮টি স্টেডিয়াম নিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর আয়োজনের শুভ উদ্বোধন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
দিলদার হোসেন দিলু আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের সেক্রেটারী জেনারেল নির্বাচিত, কুংফু, বাংলাদেশ, Kungfu, China, Japan, Bangladesh, Wshu Kung Fu Confederation
দিলদার হোসেন দিলু আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের (IWKFC) সেক্রেটারী জেনারেল নির্বাচিত


ভয়েস অব পটিয়া-স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলদার হোসেন দিলু আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনের সেক্রেটারী জেনারেল নির্বাচিত হয়েছেন। 

৩৩ টি দেশের ৪৯ জন সিনিয়র গ্র্যান্ডমাস্টারের উপস্থিতিতে ১টি ‍জুম মিটিং এ ৪৯ জন মেম্বারের এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়। সেখানে বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলদার হোসেন দিলু সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ওয়ালিউল রহমান সেই এক্সিকিউটিভ কমিটির একজন মেম্বার নির্বাচিত হন। 

আন্তর্জাতিক উশু কুংফু কনফেডারেশনে যে ৩৩টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে সে দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, চীন, মেক্সিকো, আমেরিকা, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, ভারত, পাকিস্তান, ভেনিজুয়েলা, হংকং, আর্জেন্টিনা, ব্রাজিল, ভিয়েতনাম, ইরান, কিউবা, বলিভিয়া, আলজেরিয়া, আফগানিস্তান, বুরকিনা ফাসো, সিরিয়া, জর্ডান, স্পেন, পর্তুগাল, পুয়ের্তো রিকো, পেরু, ইতালি, ইরাক, মিশর, সুদান, কোপারা, ফ্রান্স এবং ডমিনিকান রিপাবলিক। 

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নানান স্তরের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছে।

উল্লেখ্য, দিলদার হোসেন দিলু চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন। পটিয়ার মানুষও তার এ অর্জনে উচ্ছ্বসিত।
পটিয়ায় খেলার মাঠে গরু-ছাগলের হাট বসানো বন্ধের দাবিতে মানববন্ধন; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় খেলার মাঠে গরু-ছাগলের হাট বসানো বন্ধের দাবিতে মানববন্ধন

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ
 দক্ষিণ চট্টগ্রামের খেলাধুলার প্রাণ কেন্দ্র পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ। কয়েকদিন আগেও এই মাঠে সম্পন্ন হয়েছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আসর। শুধু তাই নয়, পটিয়া থেকে বিপুল সংখ্যক ফুটবলার সৃষ্টির পেছনে অন্যান্য মাঠের মত এই মাঠটিও অগ্রণী ভূমিকা পালন করেছে। 

যে মাঠে সকাল-বিকাল অনুশীলন করার কথা ফুটবলার-ক্রিকেটারদের, এখন তাদের মানববন্ধন করতে হচ্ছে রাস্তায়। কারণ, এই খেলার মাঠে বরাবরের মত খেলাধূলার পরিবেশ বন্ধ করে দিয়ে কোরবানীর গরুর বাজার-পূজার ছাগল বাজার বসানোর পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল। 
খেলার মাঠে কেন গরুর বাজার? এমনিতেই মাঠের অভাবে দেশের খেলাধুলা ব্যাহত হচ্ছে, সেখানে খেলার মাঠে যদি গরুর বাজার বসানোর ব্যবস্থা করা হয় তাহলে সেটা হবে আরো ক্ষতিকর। তার উপর এটি একটি স্কুল মাঠ। গরু-ছাগলের বাজারের কারণে শুধু যে মাঠ ক্ষতিগ্রস্ত হবে তা নয়, স্কুল-কলেজের পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। তাই পটিয়ায় খেলার উপযোগী সকল ধরনের স্কুল-কলেজের মাঠ রক্ষার্থে পটিয়ার ক্রীড়ামোদী জনগণ গরু-ছাগলের বাজারসহ সকল ধরনের হস্তক্ষেপ প্রতিবাদে উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করে।

এই মাঠে আসন্ন কোরবানীর গরু ছাগলের বাজার না বসানোর দাবিতে গত শনিবার বিকালে পটিয়া কলেজ গেইটস্থ সর্বস্তরের ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও খেলোয়াড়দের যৌথ উদ্যোগে এক মানব বন্ধন কমর্সূচি পালন করা হয়। 

পটিয়া সরকারী কলেজ গেইটে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন খেলোয়াড় সমিতির সভাপতি নাছির উদ্দিন, পুলক চৌধুরী, জালাল উদ্দিন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, ক্রিকেট খেলোয়াড় সমিতির যুগ্ম আহবায়ক মোঃ হোসেন, সেলিম উল্লাহ, ডা. সাইফুল ইসলাম, মোঃ হাসেম, উৎপল সরকার রাজু, সোহেল, মোঃ নিজাম উদ্দিন, নুরুল করিম প্রমুখ। 

পরে এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন, ‘পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী এই মাঠটিকে স্টেডিয়ামে পরিণত করার চেষ্টা চালাচ্ছেন। তিনি এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেলুল কাদের, পৌর মেয়র হারুনুর রশীদের সাথে আলোচনা করে ঐতিহ্যবাহী এ খেলার মাঠ যাতে কোরবানীর-পূজার হাটবাজারের কারণে নষ্ট না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’