বৃষ্টির জন্য বিশেষ নামায দোয়া, নামল স্বস্তির বৃষ্টি |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশব্যাপী প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত
জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে
পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।
বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে ‘সালাতুল ইস্তিকারা’র নামায ও দোয়া করে
মুসল্লিরা। মুসল্লিরা বলেন, প্রিয় নবীর হযরত মুহাম্মদ (সাঃ)’র সুন্নাহকে অনুসরণ
করে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেছি। মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে
রহমতের বৃষ্টি দিবেন এমনটাই আমাদের প্রত্যাশা।’
এদিকে সোমবার সন্ধ্যা নাগাদ সিলেট, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির
বৃষ্টির দেখা মিলেছে।
বৃষ্টিহীন এপ্রিলে গত কয়েকদিন ধরেই প্রচন্ড গরমে গোটা দেশেই জনজীবন অসহনীয় করে তুলেছে। সোমবার পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি রেকর্ড করা হয়, যা গত পাঁচ দশকে সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, চলমান তাপপ্রবাহ থাকবে আরও বেশ কয়েকদিন। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাড়বে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ। ফলে তাপমাত্রা কমলেও অস্বস্তিকর গরম সহসাই কাটছে না।