"পটিয়া বাইপাস" ক্যাটাগরীর সকল আর্টিকেল
পটিয়া বাইপাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পটিয়া বাইপাস সড়কে ফের ডাকাতি; পটিয়া বাইপাস; চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক; পটিয়া; চট্টগ্রাম দক্ষিণ জেলা; চট্টগ্রাম; ইন্দ্রপুল লবণ শিল্প; পটিয়া লবণ শিল্প; চাঁনখালী খাল; শ্রীমাই খাল; শ্রীমতি খাল; Patiya Bypass; Chittagong-Coxsbazar Highway; Chittagong; Chattogram; Highway; Patiya Salt industry
পটিয়া বাইপাস সড়কে ফের ডাকাতি

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া বাইপাস সড়কে ফের ডাকাতি। আজ রবিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০টার সময় পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন ইউনিয়নাধীন বাকখালী বড়ুয়ার টেক সম্মুখ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা বসতি এলাকা থেকে ৩ টি গরু ডাকাতি করে নিয়ে যায়। মসজিদের মাইকের মাধ্যমে তাৎক্ষণিক এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ও পুলিশের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই গরুচোর ডাকাতদলের সদস্যরা কমলমুন্সির হাটের দিকে পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাত দলের কাউকে গ্রেফতার করতে পারে নি।

দীর্ঘদিন ধরে পটিয়া বাইপাস সড়কে দিনে-দুপুরে কিশোর গ্যাংয়ের চুরি-ছিনতাই, রাতে ডাকাতদলের উৎপাতে আতঙ্কগ্রস্থ বাইপাস সড়ক সংলগ্ন বসতির এলাকাবাসীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কঠোর কোন পদক্ষেপ গ্রহণ না করায় এখন অবধি এই এলাকা চোর-ডাকাতদের নিরাপদ রুট হিসেবে পরিগণিত হচ্ছে। এলাকাবাসী উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
মধ্যরাতে পটিয়া বাইপাসে ফের দূর্ঘটনা; পটিয়া; চট্টগ্রাম; পটিয়া বাইপাস, চট্টগ্রাম-কক্সবাজার; মহাসড়ক; Patiya; Chittagong; Chattogram; Patiya Bypass; Chittagong Coxsbazar Highway
মধ্যরাতে পটিয়া বাইপাসে ফের দূর্ঘটনা

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে ফের যাত্রীবাহী একটি বাস সড়কের আইল্যান্ডে উঠে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দূর্ঘটনা কবলিত শ্যামলী পরিবনের বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।

পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার মোঃ গিয়াস উদ্দিন জানান, সম্প্রতি যান চলাচলের জন্য খুলে দেয়া পটিয়া বাইপাস সড়কের আনোয়ারা রোডের মাথায় আজ রাত ২টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে পড়ে। এর ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়।
পটিয়া বাইপাস : পথচারীকে বাঁচাতে বাস উল্টে খাদে; নিহত ১, আহত ১৭; পটিয়া; চট্টগ্রাম; পটিয়া বাইপাস, চট্টগ্রাম-কক্সবাজার; ইন্দ্রপুল; মহাসড়ক; Patiya; Chittagong; Chattogram; Patiya Bypass; Chittagong Coxsbazar Highway; Indropul
পটিয়া বাইপাস : পথচারীকে বাঁচাতে বাস উল্টে খাদে; নিহত ১, আহত ১৭

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল অভিমুখে এক পথচারীকে বাঁচাতে গিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস উল্টে সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যায়।

পটিয়ার বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মৌলভি মোহাম্মদ শামসু (৫৫) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার বিপণি বিতান ‘লাকি প্লাজা’র মেহেদি স্টোর নামের একটি দোকানের মালিক। তিনি সাতকানিয়ার বাসিন্দা। 

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, সৌদিয়া পরিবহনের বাসটি দ্রুতগতিতে চট্টগ্রাম নগরীর দিকে আসছিল। পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় একজন পথচারী হঠাৎ সড়কে উঠে পড়ে। এসময় ওই পথচারীকে বাঁচাতে জোরে ব্রেক কষে বাসের চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ধানক্ষেতে উল্টে আছড়ে পড়ে। বাসে থাকা ব্যবসায়ী মৌলভি মোহাম্মদ শামসু ঘটনাস্থলেই মারা যান বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা। 

পটিয়া বাইপাস : পথচারীকে বাঁচাতে বাস উল্টে খাদে; ভয়েস অব পটিয়া; পটিয়া; চট্টগ্রাম দক্ষিণ জেলা; চট্টগ্রাম; চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক; ইন্দ্রপুল লবণ শিল্প, পটিয়া লবণ শিল্প, পটিয়া বাইপাস, চাঁনখালী খাল, কক্সবাজার; শ্রীমাই খাল; শ্রীমতি খাল; Voice of Patiya

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী টিম আহত ১৭ জনকে বাস থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।
পটিয়া বাইপাসে সড়ক দূর্ঘটনায় শ্যামলী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২;
পটিয়া বাইপাসে সড়ক দূর্ঘটনায় শ্যামলী বাসের ধাক্কায় নিহত ১; আহত ২

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের এক বাসের ধাক্কায় রহিম উদ্দিন (৩৮) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই যাত্রী। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মোঃ নূরনবীর ছেলে। আহত দুই যাত্রী হলেন- ভাটিখাইন এলাকার রফিকুল আলমের ছেলে মোঃ শুভ (১৭) ও একই এলাকার মোঃ মনিরুজ্জামানের ছেলে মোঃ বাদশা মিয়া (৪০)। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে একজন নিহতসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রহিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।