বাড়লো গণপরিবহনের ভাড়া |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ গতকাল মধ্যরাতে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর মহানগরে প্রতি কিলোমিটারে তেলচালিত বাস ও মিনিবাসে ভাড়া ৩৫
পয়সা, দূরপাল্লায় বাস ভাড়া ৪০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
(বিআরটিএ)।
আজ শনিবার (০৬ আগস্ট) বনানীতে বিআরটিএর কার্যালয়ে পরিবহন মালিক-সমিতির সঙ্গে
বাসভাড়া বাড়ানোর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
রবিবার থেকে এ ভাড়া কার্যকর হবে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এ ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে না।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘দেশে জ্বালানি তেলের
মূল্যবৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনঃনির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি
ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি
ছিল। বৈঠকে সবার আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন
থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ টাকা, মিনিবাসে ২.৪০ টাকা, দূরপাল্লার
বাসে কিলোমিটারপ্রতি ২.২০ টাকা ভাড়া কার্যকর হবে।’
উল্লেখ্য, মহানগর পর্যায়ে পূর্বে ভাড়া ছিল প্রতি কিলোমিটারে তেলচালিত বাসে ২.১৫ টাকা, মিনিবাসে ২.১০ টাকা, দূরপাল্লার বাসে ১.৮০ টাকা। এছাড়া সর্বনিম্ন ভাড়া ছিল বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।
বিআরটিএ ১৫ শতাংশ ভাড়া বাড়াতে চাইলেও পরিবহন মালিক সমিতির দাবি ছিল ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর।
বর্তমানে তেলচালিত বাস ভাড়া দূরপাল্লায় বেড়েছে ২২ শতাংশ। সিটি সার্ভিসে বেড়েছে ১৬ শতাংশ।