"পরিবহন" ক্যাটাগরীর সকল আর্টিকেল
পরিবহন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাড়লো গণপরিবহনের ভাড়া; গণপরিবহন; ভাড়া; বাস;
বাড়লো গণপরিবহনের ভাড়া

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ গতকাল মধ্যরাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর মহানগরে প্রতি কিলোমিটারে তেলচালিত বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা, দূরপাল্লায় বাস ভাড়া ৪০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

আজ শনিবার (০৬ আগস্ট) বনানীতে বিআরটিএর কার্যালয়ে পরিবহন মালিক-সমিতির সঙ্গে বাসভাড়া বাড়ানোর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রবিবার থেকে এ ভাড়া কার্যকর হবে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এ ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে না।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনঃনির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল। বৈঠকে সবার আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ টাকা, মিনিবাসে ২.৪০ টাকা, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২.২০ টাকা ভাড়া কার্যকর হবে।’

উল্লেখ্য, মহানগর পর্যায়ে পূর্বে ভাড়া ছিল প্রতি কিলোমিটারে তেলচালিত বাসে ২.১৫ টাকা, মিনিবাসে ২.১০ টাকা, দূরপাল্লার বাসে ১.৮০ টাকা। এছাড়া সর্বনিম্ন ভাড়া ছিল বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। 

বিআরটিএ ১৫ শতাংশ ভাড়া বাড়াতে চাইলেও পরিবহন মালিক সমিতির দাবি ছিল ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর।

বর্তমানে তেলচালিত বাস ভাড়া দূরপাল্লায় বেড়েছে ২২ শতাংশ। সিটি সার্ভিসে বেড়েছে ১৬ শতাংশ। 
এক লাফে ৫১% বাড়লো জ্বালানি তেলের দাম; জ্বালানি; জ্বালানী; তেল; ডিজেল; কেরোসিন; অকটেন; পেট্রোল
এক লাফে ৫১% বাড়লো জ্বালানি তেলের দাম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে আবারো বাড়ানো হল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটারের দাম হয়েছে ১৩০ টাকা। অকটেনের দাম ৫১.৬৮% বেড়ে হয়েছে প্রতি লিটার ১৩৫ টাকা। 

বিশ্ববাজারের সাথে সমন্বয় করে এ দাম বাড়ানো হয়েছে বলে জানায় জ্বালানি মন্ত্রণালয়। 

আজ শুক্রবার মধ্যরাতের পর থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর শুক্রবার রাতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা ভিড় জমিয়েছেন।


ঢাকাগামী দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ, ৭ জেলায় লকডাউন; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; সংবাদ; সারাদেশ; ঢাকা; করোনা; করোনা ভাইরাস; Covid, Covid 19; Corona; পরিবহন; বাস; Transport, Bus, Dhaka
ঢাকাগামী দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ, ৭ জেলায় লকডাউন

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে। 

সোমবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের আলোকে পরিবহন মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয় বলে জানায় সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২২ জুন সকাল ৬টা হতে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে। 

এর আগে বিকেলে সচিবালয়ে এক বৈঠকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।

তবে এ সময় চলবে ট্রেন ও নৌযান। লকডাউন ঘোষিত ৭ জেলায় থামবে না ট্রেন, ভিড়বে না নৌযান। করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে এসব জেলায় সরকার কর্তৃক কঠোর বিধি-নিষেধ আরোপের পর রেল বিভাগ ও বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত জানায়।

গণপরিবহনের ভাড়া ৬০% বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; সংবাদ; সারাদেশ; ঢাকা
গণপরিবহনের ভাড়া ৬০% বাড়ানো হয়েছে : সড়কমন্ত্রী

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ করোনায় সংক্রমণের হার উর্ধ্বগতি হওয়ায় আগামীকাল বুধবার (৩১ মার্চ) হতে সারাদেশে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ০২ সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে।’ 

আজ মঙ্গলবার (৩০ মার্চ) সকালে মন্ত্রী তার সরকারী বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে এবং মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে সড়কমন্ত্রী গণপরিবহনের মালিক-শ্রমিকদের এ বিষয়ে কঠোর হবার নির্দেশনা দেন। করোনার সংক্রমণের হার উর্ধ্বগতি হওয়ায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রেস রিলিজ

 

করোনাঃ সংক্রমণ রোধে নতুন ১৮ দফা নির্দেশনা, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন; করোনা; করোনা ভাইরাস; Covid19; Covid; সংবাদ; সারাদেশ; ঢাকা; চট্টগ্রাম; পটিয়া; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
করোনাঃ সংক্রমণ রোধে নতুন ১৮ দফা নির্দেশনা, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশে করোনার সংক্রমণ আবারও উর্ধ্বগতির দিকে যাওয়ায় এর সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সংক্রমণ রোধে নতুন করে ১৮ দফা নির্দেশনা জারী করেছে সরকার। 

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের এ ১৮ দফা নির্দেশনার বিষটি নিশ্চিত করেছেন। 
নির্দেশনাগুলো হলঃ-  
১. সকল ধরণের জনসমাগম (সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয়/ অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরণের জনসমাগম নিষিদ্ধ করা হলো। 
বিয়ে /জন্মদিন সহ যেকোন সামাজিক অনুষ্ঠান উপলক্ষ্যে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

২. মসজিদসহ সকল উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। 

৩. পর্যটন / বিনোদন কেন্দ্র/ সিনেমা হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সকল ধরণের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।
 
৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী বহন করা যাবে না। 

৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

৬. বিদেশ হতে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। 

৭. নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা / উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূবর্ক ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। 

৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। 

১০. সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১১.অপ্রয়োজনীয় ঘোরাফেরা / আড্ডা বন্ধ করতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রিত করতে হবে। 

১২. প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধানসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৩. করোনায় আক্রান্ত / করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত ব্যাক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। 

১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি/বেসরকারি অফিস /প্রতিষ্ঠান/ শিল্প-কলকারখানাসমূহ ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী / অসুস্থ/ বয়স ৫৫ উর্দ্ধ কর্মকর্তা-কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

১৬. স্বশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোন ধরণের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। 

১৭. হোটেল-রেঁস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ভাগের অধিক মানুষের প্রবেশ বারিত করতে হবে। 

১৮. কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

উপরোক্ত নির্দেশনাগুলো অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাততঃ ০২ সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।
প্রজ্ঞাপন

 

বুধবার থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট; পটিয়া; চট্টগ্রাম দক্ষিণ জেলা; চট্টগ্রাম; চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক; জাতীয়; ধর্মঘট; সংবাদ; সারাদেশ; Patiya; Chittagong; Chattogram; Election; Voter List; National Identity Card; NID
ডিবি পুলিশ পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে বুধবার থেকে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

ঢাকা-চট্টগ্রামসহ ৬৮টি আন্তঃজেলা ও ১৯টি স্থানীয় রুটে একসঙ্গে ২৪ ঘণ্টা এবং বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় আরও ২৪ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলবে।

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পটিয়া ভেল্লাপাড়া সেতু এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চালক জালাল উদ্দিনকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। নিহত জালাল উদ্দিনের বাড়ি দিনাজপুর জেলায়।

পরিবহন সংগঠনের নেতারা অভিযোগ করে জানান, সোমবার রাত ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের পথে রওনা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। পথে পটিয়া উপজেলাধীন ভেল্লাপাড়া খাল সংলগ্ন সেতু এলাকায় বাসটিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে থামান অন্তত ৭ জন ব্যক্তি। এরপর তারা বাসে উঠে তল্লাশি শুরু করেন।
এক পর্যায়ে বাসের চালক জালালের হাতে হাতকড়া পরিয়ে ইয়াবা বের করে দিতে বলেন তারা। ইয়াবা নেই বলে জানালে চালককে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন গোয়েন্দা পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিরা। এমনকি রাস্তায় ফেলে লাথিও মারেন। পরে গুরুতর আহত অবস্থায় চালককে বাসের ভেতর ফেলে চলে যায় তারা। এরপর রাত আড়াইটার দিকে চালক জালালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামলী পরিবহনের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, আমরা চট্টগ্রামের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি। তিনি কোন থানায় ঘটনাটি ঘটেছে সেটা দেখে মামলা করার পরামর্শ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা বলেন, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের দিয়ে শুধুমাত্র তদন্ত চালানো হয়, অভিযানে পাঠানো হয় না। ধারণা করা হচ্ছে, গোয়েন্দা পুলিশ পরিচয়ে পেশাদার অপরাধীরা এ কাজটি করেছে। জড়িতদের শার্টের ওপর ডিবির ইউনিফর্ম ছিল না বলে আমরা জেনেছি। ঘটনাস্থলের সেতুটি পটিয়া ও কর্ণফুলী থানার সীমানায় পড়েছে। ঘটনাস্থল পটিয়া থানার অধীনে হলে মামলা নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেবে।

নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, সোমবার রাতে কর্ণফুলী থানা এলাকায় নগর গোয়েন্দা পুলিশের কোন দল অভিযানে যায়নি। অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।