কাতারের আল কোর আল বায়াত স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান / ছবি: TRTWorld |
ভয়েস অব পটিয়া-স্পোর্টস ডেস্কঃ মরুভূমিতেও যে ফুটবল বিশ্বকাপ সম্ভব এক সময়ে যে প্রশ্ন শুনলে চোখ উঠতে পারত কপালে, সেটিকে বাস্তবে করে দেখিয়ে দিল কাতার। মাত্র ৩৪ কিলোমিটারের মধ্যে ৮টি স্টেডিয়াম নিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর আয়োজনের শুভ উদ্বোধন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।