হযরত হামিদ আউলিয়া (রহিঃ)’র ওরশ ও সুন্নী সম্মেলনে সৈয়দ আবুল মনসুর আল মাইজভান্ডারী |
ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ বোয়ালখালী হযরত হামিদ আউলিয়া (রহিঃ) এর ১১৯ তম বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে আয়োজিত সুন্নী সম্মেলন ও ছেমা মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া গায়েবীধন মঞ্জিলের সাজ্জাদানশীল আলহাজ্ব সৈয়দ আবুল মনসুর আল মাইজভান্ডারী (ম.জি.আ.)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.)। অনুষ্ঠানে প্রধান ওয়াজীন হিসেবে উপস্থিত ছিলেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, প্রধান বক্তা মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল আজিজ রজভী, মুফতি জসিম উদ্দিন আল কাদেরী, আল্লামা মনছুর আলী আল কাদেরী, মাওলানা আরিফুল হোসাইন আশরাফী, হাফেজ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম খালেদ। অনুষ্ঠানে নাত পরিবেশন করেন ক্বারী মাওলানা মোহাম্মদ তারেক আবেদীন কাদেরী।