|
অর্ধকোটি নাগরিক পাবেন ‘সাময়িক জাতীয় পরিচয়পত্র' |
ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ ভোটার তালিকাভুক্ত হয়েও জাতীয় পরিচয়পত্র না পাওয়া প্রায় অর্ধকোটি নাগরিককে ‘সাময়িক এনআইডি’ দেওয়ার ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।
সাময়িক জাতীয় পরিচয়পত্র ব্যবহারের বিষয়ে মতামত ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রয়েছে মঙ্গলবারের কমিশন সভার আলোচ্যসূচিতে। আর অনুমোদন পেলে তা বাস্তবায়ন করবে জাতীয় পরিচয় ও নিবন্ধন অনুবিভাগ।
উল্লেখ্য, দেশের ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটারের মধ্যে ৪৭ লাখের মতো নাগরিকের হাতে কোনো জাতীয় পরিচয়পত্র নেই। এই অর্ধকোটি নাগরিক গত হালনাগাদে তালিকাভুক্ত হয়েছিলেন।
এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দীন সাময়িক এনআইডির বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘৪৭ লাখের কাছে জাতীয় পরিচয়পত্র নেই। তাদের যে কোনো জরুরী কাজে আমরা প্রভিশনাল এনআইডি দেওয়ার পরিকল্পনা নিচ্ছি। ইসির নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে শুধু ওই তালিকাভুক্ত ভোটাররাই প্রিন্ট ভার্সনের সাময়িক জাতীয় পরিচয়পত্র পাবেন বলেও জানান তিনি।’
তিনি আরো জানান, ‘সাময়িক জাতীয় পরিচয়পত্রে আবেদনকারীর নাম, পিতা, মাতা, জন্মতারিখ, ঠিকানার পাশাপাশি ও যন্ত্রে পাঠযোগ্য বারকোড থাকবে।
এই ‘প্রভিশনাল এনআইডি’ ব্যবহার করা যাবে স্মার্টকার্ড হাতে না পাওয়া পর্যন্ত। ‘পার্মানেন্ট এনআইডি (স্মার্টকার্ড)’ না পাওয়া পর্যন্ত প্রভিশনাল এনআইডি ব্যবহারের সুযোগ থাকবে। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই এ অনলাইন সার্ভিস আমরা ওপেন করে দিব।’
৯ কোটিরও বেশি নাগরিকের হাতে থাকা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র ফিরিয়ে নিয়ে শিগগির উন্নতমানের স্মার্ট এনআইডি দেওয়ার কথাও রয়েছে। আগামী বছরের জুনের মধ্যে এসব নাগরিকের হাতে স্মার্টকার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে ইসি।
বর্তমানে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এতে নতুন করে ৭২ লাখ ভোটারযুক্ত হবে। তাদের জন্যও এ সুযোগ থাকছে বলে জানিয়েছে এনআইডি উইং।
ইসি কর্মকর্তারা জানান, যন্ত্রে পাঠযোগ্য এই সাময়িক জাতীয় পরিচয়পত্র দিয়ে ব্যাংক একাউন্ট, ভর্তিসহ প্রয়োজনীয় সকল কাজ করা যাবে।