"রাজনীতি" ক্যাটাগরীর সকল আর্টিকেল
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আওয়ামীলীগকে নিষিদ্ধে এত প্রেম-পিরীতি কেন? ; আওয়ামীলীগ; Awami League; কর্ণেল অলি; Colonel Oli; Ziaur Rahman; LDP
আওয়ামীলীগকে নিষিদ্ধে এত প্রেম-পিরীতি কেন? কর্ণেল অলি আহমদ বীরবিক্রম

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ আওয়ামীলীগকে নিষিদ্ধে এত প্রেম-পিরীতি কেন? প্রশ্ন এলডিপির প্রেসিডেন্ট কর্ণেল অলি আহমদ বীরবিক্রমের। 

১৫ ফেব্রুয়ারী শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস কমিশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে অন্তর্বর্তী সরকার এবং উপস্থিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির কাছে এ প্রশ্ন করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা চালানো-দীর্ঘ দেড় দশকের শাসনে গণতন্ত্র ধ্বংস করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দায়ে আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ না করে প্রেম-পিরীতি কেন বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। 

পৌরসভার কাউন্সিলরদের অপসারণ; পটিয়া; চট্টগ্রাম; কাউন্সিলর
পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদের জনস্বার্থে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

পৃথক প্রজ্ঞাপনে তিনটি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছিল। একই দিন অপসারণ করা হয়েছিল দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যানদের। তারপর এসব পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামীলীগের পেটোয়াবাহিনীর দমন-পীড়ন-গণহত্যায় আন্দোলন গণবিক্ষোভে রূপ নিলে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, পতন ঘটে টানা সাড়ে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের। 
এরপর থেকে আওয়ামীলীগ দলীয় দেশের বেশিরভাগ সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এবং জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পলাতক রয়েছেন। এতে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। 

জনগণের ভোগান্তি কমাতে এসব দপ্তরের পলাতক প্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করে অন্তর্বর্তী সরকার।
দেশের সকল মেয়র-চেয়ারম্যানদের অপসারণ
দেশের সকল মেয়র-চেয়ারম্যানদের অপসারণ


ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪২৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান, ৪৯৩টি পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। 

রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে অধিষ্টিত এসব চেয়ারম্যান-মেয়রদের অপসারণ করে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে শনিবার (১৭ আগস্ট) ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’; ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) অধ্যাদেশগুলোর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন, দেশজুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস; শেখ হাসিনা; আওয়ামীলীগ; পলায়ন; ভারত; স্বৈরাচার; autocracy; sheikh hasina; bangladesh; india
ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন, দেশজুড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস

ভয়েস অব পটিয়া-স্পেশাল ডেস্কঃ প্রায় ১৬ বছর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল ছাত্রজনতার আন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। সরকারী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার নির্দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তার অনুগত পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এতে সরকারী হিসাবে প্রায় ৩০০ ছাত্রজনতা, বেসরকারী হিসেবে প্রায় হাজারের কাছাকাছি মৃত্যুর খবর পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থানে ব্লক রেইড দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ১৯৭১ এর পাকিস্তানি হানাদার বাহিনীর মত শিক্ষার্থীদের খুঁজে খুঁজে ব্যাপক ধরপাকড়-গ্রেফতার-নির্যাতন চালায় শেখ হাসিনার অনুগত রাষ্ট্রীয় বাহিনী। মানুষ আতঙ্কে তটস্থ হয়ে পড়ে, গোটা দেশে থমথমে অবস্থার বিরাজ করে। হেলিকপ্টার থেকে ছাত্রজনতার আন্দোলনে গুলি করে হত্যা করা অনেককে। এই বর্বরতার হাত থেকে বাদ যায়নি বারান্দায় খেলতে থাকা ছোট্ট শিশুও, গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়ে মৃত্যুর কোলে। দীর্ঘ ১৬ বছর ধরে চলা শেখ হাসিনার স্বৈরাচার শাসনের সমাপ্তি ঘটে ০৫ আগস্ট দুপুরে। ছাত্রজনতা দখলে নেয় গণভবন। উল্লাসে মেতে উঠে দলমত নির্বিশেষে সারাদেশ।

এর আগে (০৫ আগস্ট) দুপুরে গণভবন থেকে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা এবং সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর রাষ্ট্রীয় পতাকাবাহী একটি সি-১৩০জে (ফ্লাইট নং AJAX 1431) কার্গো বিমানে করে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পালিয়ে যান। বিমানটি সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্ত পার করে। শেখ হাসিনাকে বহনকারী সে বিমানটিকে প্রটোকল দিয়ে ভারতের দুটি যুদ্ধবিমান ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার হিন্দন বিমান ঘাঁটিতে নিরাপদে পৌঁছিয়ে দেয়। 

ভারতে অবস্থানকালীন শেখ হাসিনা কয়েকদফা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চান। তবে তা প্রত্যাখান করে যুক্তরাজ্যে সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ জন্য। তার পরেই শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি শিগগিরই লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলেও খবর এসেছে। 

মূলত, কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের হয়রানি, গণ-গ্ৰেফতার, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ৩০০ এর অধিক আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হওয়ার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে নয় দফা দাবি পেশ করে। উক্ত দাবিগুলো না মেনে পুনরায় গণগ্ৰেফতার ও আন্দোলনে বলপ্রয়োগ অব্যাহত রাখায় বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে এক দফা দাবি তথা শেখ হাসিনার পদত্যাগের দাবি তোলা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে শাপলা চত্বরে আন্দোলনকারী কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সদস্যদের গণহত্যা, ২০১৪ থেকে টানা তিন দফা ভিন্নমত দমন-বিরোধীপক্ষকে হত্যা-গুম করে রাষ্ট্রীযন্ত্রের ব্যাপক দলীয়করণে ভোট চুরির বিতর্কিত নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার। দেশব্যাপী চলে হত্যাযজ্ঞ-গুম-খুনসহ ব্যাপক দুর্নীতি-ব্যাংক লুটসহ নানা অনিয়ম। এ দীর্ঘ সময়ে এই অনির্বাচিত সরকারের পতনে বিরোধীপক্ষগুলো থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা না গেলেও গত একমাস ধরে চলা ছাত্রদের ডাকা বৈষম্যবিরোধী কোটা সংস্কারে আন্দোলনে ছাত্রদের সাথে শান্তিপূর্ণ সমাধান না করে ক্ষমতার দম্ভ দেখানো, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে পেটোয়া বাহিনীতে পরিণত করে ছাত্রজনতার উপর দমন পীড়ন-গণহত্যা চালানোর কারণে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে শেষমেশ দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান।

পটিয়া এলডিপির ইফতার মাহফিল ও স্মরণসভা; এলডিপি; ইফতার মাহফিল; পটিয়া; LDP; Ifter Mahfil; Patiya; Chattogram-12; চট্টগ্রাম-১২
পটিয়া এলডিপির ইফতার মাহফিল ও স্মরণসভা

ভয়েস অব পটিয়া-সংবাদ বিজ্ঞপ্তিঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র পটিয়া পৌরসভা ও উপজেলা শাখার উদ্যোগে আজ স্থানীয় এক কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও প্রয়াত এলডিপি নেতৃবৃন্দের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির আহ্বায়ক জনাব মোহাম্মদ সৈয়দ। পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব জনাব মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা ও পৌরসভা) সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসিফ বিন হুদা। 

এতে আরো উপস্থিত ছিলেন এলডিপি পটিয়ার সদস্য মোহাম্মদ দেলোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মনির, এলডিপি নেতা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ বাবুল, গণতান্ত্রিক ছাত্রদল নেতা ইরফান, তৌহিদ, শাহেদ, জিসান, বেলাল, শাকিল প্রমুখ।

এলডিপি পটিয়ার সমন্বয়ক ইঞ্জিনিয়ার আসিফ বিন হুদার বক্তব্য


তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত এরদোগান; Turkey; Erdogan; তুরস্ক; এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত এরদোগান

ভয়েস অব পটিয়া-ইন্টারন্যাশনাল ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। 

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যি এরদোগান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট। 
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সীর বরাতে, নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল একে পার্টির নেতা এরদোগান ৫২ দশমিক ০৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধী দল সিএইচ পার্টির কেমাল পেয়েছেন ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট। 
বাড়লো গণপরিবহনের ভাড়া; গণপরিবহন; ভাড়া; বাস;
বাড়লো গণপরিবহনের ভাড়া

ভয়েস অব পটিয়া-ন্যাশনাল ডেস্কঃ গতকাল মধ্যরাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর মহানগরে প্রতি কিলোমিটারে তেলচালিত বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা, দূরপাল্লায় বাস ভাড়া ৪০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

আজ শনিবার (০৬ আগস্ট) বনানীতে বিআরটিএর কার্যালয়ে পরিবহন মালিক-সমিতির সঙ্গে বাসভাড়া বাড়ানোর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রবিবার থেকে এ ভাড়া কার্যকর হবে। তবে গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এ ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে না।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনঃনির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ায় বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল। বৈঠকে সবার আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে মহানগর পর্যায়ে কিলোমিটারে বাসে ২.৫০ টাকা, মিনিবাসে ২.৪০ টাকা, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২.২০ টাকা ভাড়া কার্যকর হবে।’

উল্লেখ্য, মহানগর পর্যায়ে পূর্বে ভাড়া ছিল প্রতি কিলোমিটারে তেলচালিত বাসে ২.১৫ টাকা, মিনিবাসে ২.১০ টাকা, দূরপাল্লার বাসে ১.৮০ টাকা। এছাড়া সর্বনিম্ন ভাড়া ছিল বাসে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। 

বিআরটিএ ১৫ শতাংশ ভাড়া বাড়াতে চাইলেও পরিবহন মালিক সমিতির দাবি ছিল ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর।

বর্তমানে তেলচালিত বাস ভাড়া দূরপাল্লায় বেড়েছে ২২ শতাংশ। সিটি সার্ভিসে বেড়েছে ১৬ শতাংশ।