"কুসুমপুরা" ক্যাটাগরীর সকল আর্টিকেল
কুসুমপুরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ; শিশুসহ নিহত ৪; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ; শিশুসহ নিহত ৪

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ পটিয়া উপজেলার মনসারটেক-চৌমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত চারজন। 

শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই মো. শফিকুল আজম।

নিহতরা হলেনঃ- অটোরিকশা চালক মোঃ সাইফুল ইসলাম এবং আরোহী অনিক সেন (৫), কাঁকন সেন (৩) ও রুপনা সেন (২৫)। আহত  অনিকের বাবা অঞ্জন (৩৬), অর্পণ সেন, অনামিকা সেন (২৫) ও কাঞ্চন সেনকে (৪০) চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এস.আই মোঃ শফিকুল আজম ভয়েস অব পটিয়া’কে জানান, ‘হতাহতরা সবাই পরস্পরের আত্মীয়।’  স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শফিকুল আজম বলেন, ‘বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। পটিয়া শহরের দিক থেকে আসছিল অটোরিকশাটি। পথে বাসটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর রুপনা সেন মারা যান।’
এ ব্যাপারে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, ‘আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা ‘গুরুতর’।’
কথা কাটাকাটিকে কেন্দ্র করে পটিয়ায় যুবক খুন; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
কথা কাটাকাটিকে কেন্দ্র করে পটিয়ায় যুবক খুন


ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে পটিয়ায় প্রতিবেশীর হাতে খুন হয়েছেন মাহবুল আলম (৩৫) নামের এক যুবক। এ ঘটনায় প্রতিবেশী মোঃ রুবেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত আটটার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুল আলম কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের সামশু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরিণখাইন গ্রামে রাস্তার ওপর খড় (ঘাস) শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী সুইল্যা মিয়ার পরিবারের সঙ্গে মাহবুল আলমের স্ত্রী রিনা আক্তারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সুইল্যা মিয়ার ছেলে রুবেলের শ্বশুড় লেদু মিয়া মাহবুল আলমকে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটিয়ায় একজন খুন হয়েছেন। এতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; BRTC bus
পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় বিআরটিসি বাস-চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

জানা যায়, উপজেলার শান্তিরহাট এলাকায় আজ সোমবার ২ টার সময় কক্সবাজারমুখী এস. আলম পরিবহনের একটি চেয়ারকোচের সাথে চট্টগ্রামমুখী বিআরটিসি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হন। 

পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram; BRTC bus
পটিয়ায় বাস-চেয়ারকোচ মুখোমুখি সংঘর্ষ; আহত ২০

এ দিকে গতকাল রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার হরিণখাইন এলাকায় কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের চেয়ারকোচ (চট্টমেট্টো- ১১-২৩৭) এর সাথে চট্টগ্রামমুখী পটিয়ার একটি বাস (ঢাকা মেট্টো-০৬-১৮৬) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ১০ যাত্রী আহত হন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল আজম ভয়েস অব পটিয়া’কে জানান, ‘আজ সোমবার বিআরটিসি বাস-চেয়ারকোচের মুখোমুখি সংঘর্ষের দূর্ঘটনায় ১০ যাত্রী আহত হন ও গতকাল রবিবার কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহন চেয়ারকোচ (চট্টমেট্টো- ১১-২৩৭) এর সাথে চট্টগ্রামমুখী পটিয়ার একটি বাস (ঢাকামেট্টো-০৬-১৮৬) মুখোমুখি সংর্ঘষে আরও ১০ আহত হন। আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।’
পটিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড প্রদান

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে তিন মাস করে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, পৌর সদরের পাইকপাড়া এলাকার আবুল কালামের পুত্র মঈনুল কালাম বাবু (৩০) ও একই এলাকার আবদুল মাবুদের পুত্র আবদুল মান্নান (৩০)।

শুক্রবার রাত ৯ টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গৌতম বাড়ৈ ইয়াবা ব্যবসায়ীদের এই কারাদন্ড দেন। ভ্রাম্যমান আদালত ওই সময় উপজেলার মনসা এলাকার মোজাহের নবীর পুত্র নুরুল আলমকে (৬০) গাঁজা সেবনের দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের (পটিয়া সার্কেল) পরিদর্শক মোঃ হোসেন মিয়া ভয়েস অব পটিয়াকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী বাবু ও মান্নাকে গ্রেফতার করার পর ভ্রাম্যমান আদালতে নেওয়া হলে বিচারক তাদের দুইজনকে তিন মাস করে কারাদন্ড দেন।’
তিনি আরো জানান, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস পটিয়া সার্কেলের অধীনে পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা উপজেলায় জনবল সংকটের কারণে মাদক ব্যবসায়ীদের দমানো যাচ্ছে না। মাদক নিরসন করতে হলে এলাকার সচেতন লোকদের মাদকবিরোধী ভূমিকা পালন করতে হবে।’
পটিয়ার শান্তিরহাটে কাভার্ড ভ্যান চাপায় ২ সিএনজি যাত্রী নিহত; গুরুতর আহত ৩; গুরুতর আহত ৩;পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ার শান্তিরহাটে কাভার্ড ভ্যান চাপায় ২ সিএনজি যাত্রী নিহত; গুরুতর আহত ৩

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় কাভার্ড ভ্যান চাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। 

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের সবাই পটিয়া উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন- পটিয়ার মধ্য জিরি এলাকার নূর আলমের ছেলে মোঃ মোশতাক হোসেন (২২) ও কুসুমপুরা এলাকার জহির আলমের ছেলে মোঃ নয়ন (১৩)। আহতরা হলেন- আশিয়া রশিদপুর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে মোঃ ইসহাক (৪৫), কৈয়গ্রাম এলাকার হাজী আবদুল মালেকের ছেলে মোঃ ইসমাইল (৩৬) ও ভাটিখাইন এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোঃ আরাফাত (১৬)। 

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির এসআই মো. মাসুদ আলম ভয়েস অব পটিয়া’কে জানান, ‘পটিয়া অভিমুখী একটি সিএনজি অটোরিক্সাকে চট্টগ্রাম শহর অভিমুখী একটি কাভার্ড ভ্যান চাপা দিলে অটোরিক্সার চালক-যাত্রীসহ ৫ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়। আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের কাউকেই পাইনি। দুর্ঘটনা কবলিত অটোরিক্সা ও কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালককে পাওয়া যায়নি, তবে সহকারীকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছে। দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিক্সাটি নম্বরবিহীন অর্থাৎ এটি অবৈধভাবে চলাচল করছিলো।’ 

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান ভয়েস অব পটিয়া’কে জানান, ‘দুর্ঘটনার পর অটোরিক্সার ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মোশতাক ও নয়নকে মৃত ঘোষণা করেন।’ আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’ 

এদিকে মহাসড়কে থ্রি-হুইলার যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণার পরও কীভাবে সিএনজি অটোরিক্সাটি মহাসড়কে উঠলো জানতে চাইলে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ বলেন, ‘আইন অমান্য করায় আমরা অটোরিক্সাটির বিরুদ্ধে মামলা করবো।’
পটিয়ার ভেল্লাপাড়ায় শ্রমিকের বাসায় সন্ত্রাসী হামলা, আহত ৫; পটিয়া; চট্টগ্রাম; Patiya; Chittagong; Chattogram
পটিয়ার ভেল্লাপাড়ায় শ্রমিকের বাসায় সন্ত্রাসী হামলা, আহত ৫

ভয়েস অব পটিয়া-নিউজ ডেস্ক: পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় বাবুল ড্রাইভারের ভাড়াটিয়া বাসায় থাকা একদল শ্রমিকের ওপর সন্ত্রাসীরা গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হামলা চালিয়ে নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নেয়। হামলায় ৫ শ্রমিক আহত হয়। এতে গুরুতর জখম অবস্থায় মোঃ সেলিম (২৮) নামে এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্য শ্রমিকেরা হলেন, শাহাদুল করিম (৩২), তারেজুল আলম (৩৫), মোঃ নাছির (৩২), মোঃ জামাল (২৬)। 

এ ঘটনায় গতকাল বুধবার বাঁশখালী উপজেলার কাতেকপাড়া গ্রামের আবদুল জলিল বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, উপজেলার ভেল্লাপাড়া এলাকার ইঞ্জিনিয়ার ওয়াহিদুল আলম সড়কে নির্মাণ শ্রমিকরা কাজ করে আসছিলেন। গতকাল ঠিকাদার তাদের মজুরীর টাকা পরিশোধ করেন। এ খবর পেয়ে একদল সন্ত্রাসী বাসায় হামলা চালিয়ে নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল সেট, নির্মাণ কাজের সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ জানান, ‘এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’